বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সুনামের চেয়ে দুর্নামের তালিকাটা বেশ লম্বা। তাই ক্রিকেট বোর্ডে রদবদল নড়বড়ে করে দিয়েছিল হেড কোচের চেয়ারও। ব্যতিক্রম হলো তার অধীনে ফল পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানে সিরিজ জয়ের গৌরবগাঁথা হাথুরুসিংহের হয়েই কথা বলছে। তাই নড়বড়ে চেয়ারখানা এখন আগের মতো টলছে না। আপাতত টিকে যাচ্ছেন বাংলাদেশের এই শ্রীলঙ্কান কোচ।
আর তাই হাথুরুর বাংলাদেশে ফেরার ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে বিসিবি। পাকিস্তান থেকে দল ফেরার পরদিনই বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে অস্ট্রেলিয়ায় ছুটিতে গেছেন হাথুরু।
তার ফেরার বিষয়টি নিশ্চিত করে সকাল সন্ধ্যাকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, “হাথুরু ভারত সিরিজের আগে দেশে ফিরবেন। ১২ সেপ্টেম্বর ফিরে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দুই দিন ক্যাম্প করবেন তিনি। এরপর ভারতের উদ্দেশে দলের সঙ্গেই রওনা হবে।”
এই মুহূর্তে হাথুরুকে ছাঁটাই করে সুনাম খোয়াতে চায় না বিসিবি। ওই কর্মকর্তা বলেছেন, “তার সঙ্গে চুক্তিভঙ্গ করা হলে আন্তর্জাতিক ক্রিকেট মহলে বাংলাদেশের বা বিসিবির সুনাম ক্ষুন্ন হবে। এইমাত্র তার অধীনে পাকিস্তানের মতো জায়গায় গিয়ে বাংলাদেশ ২-০-তে টেস্ট সিরিজ জিতেছে। দিনশেষে সাফল্যেই তো গণনা করা হয়। হাথুরুর পক্ষে সেটা কথা বলছে। এখানে এই বিষয়টাই এখন সামনে আনা উচিত।”
এদিকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বোর্ড সভাপতি ফারুক আহমেদ, নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী লম্বা বৈঠক করেছেন। জুম্মার নামাজের কিছু পর থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত হওয়া ওই বৈঠক ছিল রূদ্ধদ্বার।
তাতে নিশ্চিতভাবেই হাথুরুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। জানা যায়, হাথুরুকে ছাঁটাই করলে বিসিবির কী ক্ষতি কী লাভ তা নিয়ে প্রধান নির্বাহীর কাছ থেকে যাবতীয় বিষয় বুঝে নিয়েছেন নতুন সভাপতি ও পরিচালক।
বৈঠকে হাথুরুকে নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে তা বলতে চাননি শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া নাজমুল আবেদীন ফাহিম, “যেহেতু আমরা নতুন এসেছি সব ব্যাপার নিয়েই আলোচনা হয়েছে, কীভাবে এগিয়ে নেয়া যায়। বাংলাদেশের ক্রিকেট নিয়েই আলাপ-আলোচনা হচ্ছে। মাঠ-ঘাট, প্রতিযোগিতা, সফর সবকিছু নিয়েই আলোচনা হচ্ছে।”
তবে ফাহিমও নিশ্চিত করেছেন হাথুরু বাংলাদেশে আসবেন, “হেড কোচ আসবেন, এখানে (দেশে) আসবেন।”
ভারত সিরিজের আগে হাথুরুর বিকল্প ভাবার কোন সময়ও নেই বিসিবির। যৌক্তিক ভাবেই সামনের সিরিজে হাথুরু বাংলাদেশের কোচ থাকছেন। সামনের ফেব্রুয়ারি পর্যন্তও তার থাকার সম্ভাবনা বেশি। তবে শুক্রবারের রূদ্ধদ্বার সভা থেকে হাথুরুর ভবিষ্যৎ নতুন মোড় নিলে ভিন্ন কথা।