Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

রাজস্ব আদায় লক্ষ্যের চেয়ে ৬.৬৯% কম  

এনবিআর
ঢাকার আগারগাঁওয়ে এনবিআর ভবন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত অর্থবছরের (২০২৩-২৪) বারো মাসে মোট ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে, যা লক্ষ্যমাত্রার ৯৩ দশমিক ৩১ শতাংশ।

গত অর্থবছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। তবে গত অর্থবছরের মূল বাজেটে এনবিআরের আওতায় রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। কিন্তু আদোয়ে কাঙিক্ষত প্রবৃদ্ধি না থাকায় ২০ হাজার কোটি টাকা কমিয়ে লক্ষ্য কমানো হয়। সেই লক্ষ্যও পূরণ হয়নি।

গত অর্থবছরের আদায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৭ হাজার ৪৩৮ কোটি টাকা বা ৬ দশমিক ৬৯ শতাংশ কম।

তবে গত অর্থবছরে যে আদায় হয়েছে তা তার আগের ২০২২-২৩ অর্থবছরের চেয়ে প্রায় ৫১ হাজার ৬০ কোটি টাকা। এনবিআরের সর্বশেষ প্রকোশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের এই রাজস্ব আদায় তার আগের ২০২২-২৩ অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ৪০ শতাংশ বেশি। ওই অর্থবছর এনবিআর মোট রাজস্ব আদায় করেছিল ৩ লাখ ৩১ হাজার ৫০২ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরে সবচেয়ে বেশি ২০ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মুসক (ভ্যাট) খাত থেকে। খাতটি থেকে ১ লাখ ৫১ হাজার ৭০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার ৭১৮ কোটি টাকা বা ৯৯ দশমিক ৩৫ শতাংশ।

গেল অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আয়কর খাতে। খাতটি থেকে মোট আাদায় হয়েছে ১ লাখ ১৩ হাজার ৩৪৬ কোটি ৬৯ লাখ টাকা। লক্ষ্য ছিল ১ লাখ ৪৭ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যের চেয়ে পিছিয়ে ১১ দশমিক ২৩ শতাংশ।

আর আমদানি রপ্তানি খাতে প্রবৃ্দ্ধি হয়েছে সবচেয়ে কম, মাত্র ৮ দশমিক ৭২ শতাংশ। এই খাত থেকে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৮১৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে ছিল প্রায় ৯ শতাংশ।

আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি এতো কম কেন জানতে চাইলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই খাতে মূল রাজস্ব পাওয়া যায় আমদানি থেকে। রপ্তানি খাত থেকে খুব একটা রাজস্ব পাওয়া যায় না। গত অর্থবছরের শুরু থেকেই দেশে ডলার সংকটের কারণে সরকার আমদানি নিরুৎসাহিত করেছে সরকার।

“ডলার সংকটের কারণে প্রায় সারা বছর ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী এলসি খুলতে পারেনি। তাই এই খাতে অন্যান্য বছরের তুলনায় রাজস্ব আদায়ে কম প্রবৃদ্ধি হয়েছে।”

তিনি বলেন, “গত অর্থবছরে দেশে পণ্য আমদানিতে প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৩ শতাংশ, অথচ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯ শতাংশ। এটাও ইতিবাচক।”

চলতি অর্থবছরের বাজেটে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করার লক্ষ্যমাত্রা দিয়েছে এনবিআরকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত