Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

রিয়ালকে শীর্ষে তুলে শিরোপায় চোখ এমবাপ্পের

real2
[publishpress_authors_box]

আগের রাতেই হোঁচট খেয়েছিল বার্সা ও আতলেতিকো মাদ্রিদ। লাস পালমাসের বিপক্ষে ২৭তম সেকেন্ডে গোল হজম করায় তাই দুশ্চিন্তা বাড়ছিল রিয়াল সমর্থকদের। তবে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৪-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে রিয়াল।

 ভিএআরে তিনটি গোল বাতিল না হলে রিয়াল জিততে পারত আরও বড় ব্যবধানে। এর একটি গোল এমবাপ্পের, নইলে হ্যাটট্রিক হতে পারত তার।

 সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৫-২ গোলে হারের পর এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল তারা। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। আতলেতিকো মাদ্রিদ সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। বার্সা ৩৯ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে।

৩১ বার বল স্পর্শ করার পাশাপাশি ১১টি পাস খেলে ২৭ সেকেন্ডে লাস পালমাসের হয়ে প্রথম গোলটি করেন ফাবিও সিলভা। ২০১১ সালের সেপ্টেম্বরে লা লিগায় রায়ো  ভায়েকানোর বিপক্ষে ১৫ সেকেন্ডে গোল হজমের পর লা লিগায় এটাই রিয়ালের জালে দ্রুততম গোল।

১৮ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। বক্সে ফাউলের শিকার হয়েছিলেন রোদ্রিগো। ৩৬ মিনিটে রোদ্রিগোর পাসে প্রথম স্পর্শের গোলে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে।

 এর আগে ৩৩ মিনিটে ব্রাহিম দিয়াস আর ৫৭ মিনিটে রিয়ালের হয়ে গোল করেছিলেন রোদ্রিগো। ৬৪ মিনিটে লাস পালমাসের রামিরেস লাল কার্ড দেখলেও আর গোল পায়নি রিয়াল।

গত ডিসেম্বরে ছন্দ হারানো এমবাপ্পে বলেছিলেন, ‘‘দেখিয়ে দিব আমি কে?’’ নতুন বছরে নিজেকে প্রমাণও করে চলেছেন এই ফরাসি। তার খেলা দেখে লাস পালমাস কোচ দিয়েগো মারতিনেস পর্যন্ত বললেন, ‘‘ছন্দ হারানো এমবাপ্পে যদি এমন খেলে, তাহলে ছন্দে থাকলে ও কী করবে?’’ রিয়াল কোচ আনচেলোত্তির কণ্ঠেও ছিল প্রিয় শিষ্যের প্রশংসা, ‘‘সময়ের সেরা ফরোয়ার্ড এমবাপ্পে।’’

মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বললেন, ‘‘আম ভীষণ খুশি। রিয়ালে এখন মানিয়ে নিয়েছি। যেমন চাই তেমন খেলতে পারি আমি। সবাই উপভোগ করছি। সুপার কাপে হারের পর দল যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা গর্ব করার মত।’’

এরপর এমবাপ্পে জানালেন তার চোখ এখন লা লিগার শিরোপায়, ‘‘সুপার কাপের হারটা কষ্ট দিয়েছে সবাইকে। তবে শিরোপা জয়ের জন্য তৈরি এই দল। এখন লিগ শিরোপার জন্য কারও উপর নয় নিজেদের উপরই নির্ভরশীল আমরা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত