দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে সিলেট নগরীর দক্ষিণ সুরমায় গরমে অসুস্থ হয়ে হানিফ মিয়া (৩৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার সামনে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হানিফ মিয়ার। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে।
দেশের বেশির ভাগ অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার প্রেক্ষাপটে গত শুক্রবার রাতে দেশজুড়ে ৭২ ঘণ্টার তাপপ্রবাহ সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস।
এই পরিস্থিতির মধ্যেই গত দুদিনে চুয়াডাঙ্গা, পাবনা ও মাদারীপুরে গরমে অসুস্থ হয়ে তিন জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান সকাল সন্ধ্যাক বলেন, রবিবার সকাল ১১টার দিকে রিকশাচালক হানিফ মিয়া অতিরিক্ত গরমের কারণে থানার সামনে অচেতন হয়ে পড়েন। পরে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।