Beta
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

রংতুলিতে ঐতিহ্যবাহী রিকশাচিত্র

পুরান ঢাকার হোসনী দালানের পাশেই অবস্থিত পাপ্পু আর্ট। এখানে বসে যিনি রিকশাচিত্র আঁকেন এলাকার সবাই তাকে চেনে শিল্পী হানিফ পাপ্পু ভাই নামে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
৫০ বছর ধরে রিকশাচিত্র আঁকছেন শিল্পী হানিফ পাপ্পু। ছবি : সকাল সন্ধ্যা
দোকানে বসে রিকশাচিত্র এঁকে দিয়ে শিল্পী হানিফ পাপ্পু পারিশ্রমিক নেন ৫০০ থেকে ১০০০ টাকা। আর বাইরে গিয়ে আঁকতে হলে নেন ২০০০ টাকা। ছবি : সকাল সন্ধ্যা
তার আঁকা রিকশাচিত্রে কখনও ফুুটে উঠে মানুষের মুখ, কখনও প্রাকৃতিক দৃশ্য। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন