Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

খারাপ বলের অপেক্ষায় ছিলেন রিঙ্কু

দিল্লির টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করেছেন রিঙ্কু সিং। ছবি: এক্স
দিল্লির টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করেছেন রিঙ্কু সিং। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

দিল্লির টি-টোয়েন্টিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। ভারতকে চেপে ধরে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে। কিন্তু নিতিশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিং ক্রিজে এসে পাল্টে দেন ম্যাচের চিত্র। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে ভারত।

নিতিশ খেলেছেন ৩৪ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস। ৪ বাউন্ডারি ও ৭ ছক্কায় সাজানো তার এই ইনিংসের সঙ্গে সমানতালে ব্যাট চালিয়েছেন রিঙ্কু। ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫৩ রান। এই দুই ব্যাটারের তাণ্ডবে ২২১ রান করে ভারত। পরে দুর্দান্ত বোলিংয়ে সফরকারীরা পায় ৮৬ রানের জয়।

ব্যাটিংয়ের শুরুতে ভারত সুবিধা করতে পারেনি। দ্রুত হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। এজন্য ক্রিজে এসে খারাপ বলের অপেক্ষায় ছিলেন রিঙ্কু। ভারতের ম্যাচে ফেরা নিয়ে এই ব্যাটার বলেছেন, “ম্যাচের শুরুতে বল ঠিকঠাক ব্যাটে আসছিল না। একবার যখন আমরা মোমেন্টাম পেয়ে যাই, এরপর থেকে (বল) মারতে শুরু করি।”

রিঙ্কু আগ্রাসী ব্যাটিং করে থাকেন। তবে দিল্লির ম্যাচের শুরুতে সাবধানী ছিল তার ব্যাট। কারণ ব্যাখ্যায় এই ব্যাটার বলেছেন, “আমি ব্যাটিংয়ে নামার পর শুরুতে সিঙ্গেল নিয়ে স্কোর বাড়িয়েছি। ওই সময় আমি খারাপ বলের অপেক্ষায় ছিলাম। কীভাবে খেললাম, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে দল গুরুত্বপূর্ণ, আমি নই।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত