Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয় দিল্লির

ভুল ডিআরএস নিয়ে আম্পায়ারের সঙ্গে ঋষভের তর্ক

dd
[publishpress_authors_box]

ডিআরএস নিয়ে আবারও বিতর্ক সৃষ্টি করলেন ঋষভ পন্ত। কলকাতার সুনীল নারিনের বিপক্ষে এক সেকেন্ড পরে রিভিউ নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তাতে জীবন পেয়ে দিল্লিকে হারান নারিন।

আজ (শুক্রবার) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভুল করে ডিআরএস নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কও করলেন ঋষভ পন্ত। সেই ম্যাচটা অবশ্য ৬ উইকেটে জিতেছে দিল্লি।  শুরুতে ব্যাট করে লক্ষ্ণৌ থামে ৭ উইকেটে ১৬৭ রানে। জবাবে দিল্লি লক্ষৌ পৌঁছে যায় ১১ বল হাতে রেখে। ষষ্ঠ ম্যাচে এটা দ্বিতীয় জয় দিল্লির।

একটা সময় ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল লক্ষ্ণৌ। সেখান থেকে তাদের টেনে তোলেন আয়ুশ বাদোনি ও আরশাদ খান। আয়ুশ খেলেন ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। আরশাদ করেছিলেন ২০। কুলদীপ যাদব ২০ রানে নেন ৩ উইকেট।

চোটের জন্য মায়াঙ্ক যাদব খেলতে পারেননি এই ম্যাচেও। এবারের আইপিএলে গতির ঝড়ে মুগ্ধ করা মায়াঙ্কের অভাব ভালোভাবে টের পায় লক্ষ্ণৌ। নাভিন উল হক, ইয়াশ ঠাকুররা দাগ রাখতে পারেননি সেভাবে।

জেইক- ফ্রেজার-ম্যাকগার্ক-এর ৩৫ বলে ৫৫ ও ঋষভ পন্তের ২৪ বলে ৪১-এ ৬ উইকেটের সহজ জয় পায় দিল্লি।

ম্যাকগার্ক-পন্তের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে জিতেছে দিল্লি। ছবি : এক্স

এর আগে লক্ষ্ণৌ ইনিংসের চতুর্থ ওভারে ইশান্ত শর্মার একটি বল ‘ওয়াইড’ দেন মাঠের আম্পায়ার।

রিভিউয়ের আবেদন করবেন কিনা ভাবতে ভাবতেই ডিআরএসের আবেদনের ইঙ্গিত করেন পন্ত। তৃতীয় আম্পায়ারকে রিপ্লে দেখে সিদ্ধান্ত জানানোর অনুরোধ করেন মাঠের আম্পায়ার। ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরে তিনি আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন, ডিআরএসের জন্য আবেদন করেননি। রিভিউ নেবেন কিনা ভাবছিলেন শুধু।

পন্তের যুক্তি মানেননি আম্পায়ার। তবু পন্ত আম্পায়ারের সঙ্গে তর্ক করতে থাকেন সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য।

 টেলিভিশন রিপ্লেতেও দেখা যায়, ভাবতে ভাবতে পন্তকে ডিআরএসের আবেদন করতে। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন ইশান্তের বল ওয়াইড ছিল। তাতে একটা ডিআরএস নষ্ট হয় দিল্লির।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত