সবশেষ দুই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছেন ভানিন্দু হাসারাঙ্গা। তার মতো বাংলাদেশের রিশাদ হোসেনও লেগ স্পিনার। ক্রিকেটারদের সাক্ষাৎকার নিয়ে ধারাবাহিক ভিডিও প্রকাশ করছে বিসিবি। এমন এক ভিডিওতে রিশাদ হোসেন বিশ্বকাপে নিজের স্বপ্ন নিয়ে জানালেন, ‘‘সবার স্বপ্ন থাকে, আমারও আছে। বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক গর্বের। চেষ্টা করব, নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার। নামের পাশে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট দেখতে চাই। অলরাউন্ডার হিসেবে অনেক ধাপ ওপরে দেখতে চাই।’’
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কার রেকর্ড রিশাদের। এ বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ রানের ইনিংস মেরেছিলেন ৭ ছক্কা। নিজের ছক্কা মারার দক্ষতা নিয়ে জানালেন, ‘‘সব ব্যাটারই চায় বড় শট খেলতে। আমিও সেটিই চাই। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ ছক্কা মারার ক্ষেত্রে। আমি চেষ্টা করি। বোলার বা অন্য কিছু দেখি না, বল দেখি শুধু।’’
শুধু বোলিং আর ব্যাটিং নন, ফিল্ডিংয়েও ভূমিকা রাখতে চান রিশাদ, ‘‘দলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন দিক থেকেই কিছু দেওয়ার চেষ্টা করব। ক্রিকেট শুরু করেছি লেগ স্পিনার হিসেবে, কিন্তু জানতাম দেশকে কিছু দিতে হলে তিন বিভাগেই দিতে হবে। তিন দিক থেকে দিতে গেলে আমাকে ব্যাটিংয়ের দিক থেকেও একটু খাটতে হবে। চেষ্টা করেছি ব্যাটিংয়ে উন্নতি করতে।’’
স্পিন বোলিং কোচ হিসেবে বিশ্বকাপের আগে যোগ দিয়েছেন মুশতাক আহমেদ। কিংবদন্তি এই লেগ সঙ্গে টেকনিক্যাল বিষয়ের চেয়ে মনস্তাত্ত্বিক ব্যাপার গুলো নিয়ে বেশি কাজ করছেন রিশাদ, ‘‘উনি বিশ্বমঞ্চে কীভাবে দাপট দেখিয়েছেন, সেসব অভিজ্ঞতা শেয়ার করছিলেন। আমি জানতে চাচ্ছিলাম, এমন বড় মঞ্চে কীভাবে পারফর্ম করা যায়, ‘কাম অ্যান্ড কুল (নির্ভার)’ থাকা যায়। উনি বলেছেন, বিশ্বমঞ্চে যত ঠান্ডা থাকা যায়, তত ভালো পারফর্ম করা যায়। চেষ্টা করব এগুলো করে দেখাতে।’’