Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মালয়েশিয়ায় রুপা জিতলেন রিতু

মালয়েশিয়াতে গিয়ে রুপা জিতেছেন রিতু। ছবি: সংগৃহীত।
মালয়েশিয়াতে গিয়ে রুপা জিতেছেন রিতু। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় হাইজাম্পে রুপা জিতেছেন বাংলাদেশের রিতু আক্তার।

শুক্রবার পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে মেয়েদের হাইজাম্পে রিতু লাফিয়েছেন ১.৭৫ মিটার। এতেই নিশ্চিত হয়েছে রুপা। এই ইভেন্টে অংশ নিয়েছেন ১০ দেশের ১৫ জন অ্যাথলেট।

রিতু আক্তার জিতেছেন রুপা।

মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আশা দেখিয়েছেন স্প্রিন্টার জহির রায়হানও। তিনি ২০০ মিটার ইভেন্টের তৃতীয় হিটে জহির সময় নেন ২২.২৬ সেকেন্ড। এই টাইমিংয়ে সেমিফাইনালে ওঠেন তিনি।

এশিয়ান ইনডোর গেমসে পদকজয়ী হাই জাম্পার মাহফুজুর রহমানও এই টুর্নামেন্টে অংশ নেবেন। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় সব মিলিয়ে অংশ নিয়েছেন বাংলাদেশের ৬ অ্যাথলেট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত