গোল পাচ্ছেন তহুরা খাতুন। গোল পাচ্ছেন সাবিনা খাতুন। এমনকি ডিফেন্ডার হয়েও ভারতের বিপক্ষে গোল পেয়েছেন আফঈদা খন্দকার।
কিন্তু বাংলাদেশ দলের অন্যতম ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা এতদিন কোনও গোল পাচ্ছিলেন না নারী সাফে। কখনও ক্রসবারে লেগেছে। কখনও গোলরক্ষক ফিস্ট করেছেন। অবশেষে ভুটানের বিপক্ষে ঋতুপর্ণার গোলের মাধ্যমে গোলের খাতা খোলে বাংলাদেশ।
দুদিন আগে হাসিমুখে ‘আক্ষেপ’ জানিয়ে ঋতুপর্ণা বলেছিলেন, কপালে গোল জোটে না। ভুটানের বিপক্ষে তিনি দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন। সে কথা মনে করিয়ে দিতেই হাসির ফোয়ারা ছোটালেন এই ফরোয়ার্ড।
ম্যাচের লাগাম মুঠোয় থাকায় ৬৩তম মিনিটে তিন পরিবর্তন আনেন বাটলার। প্রথমবারের মতো সাফের আঙিনায় খেলার সুযোগ মেলে শাহেদা আক্তার রিপার। উচ্ছ্বাসভরা কণ্ঠে তিনি বললেন, এই জয় তার কাছে অভাবণীয়।
“(সাফে প্রথম খেলতে এসে ফাইনালে উঠেছি) অসাধারণ লাগছে। আমরা ভাবতে পারিনি, ওদের সাত গোল দিব। সবাই ভালো খেলেছে, তাই হয়েছে। আশা করি, ফাইনালে ভালো হবে।”
এবার তো কপাল ভালো-কথাটি মুখ থেকে কেড়ে নিয়ে ঋতুপর্ণা দিতে থাকলেন দুদিন আগে বলা কথার ব্যাখ্যা।
“কপাল খারাপ বলিনি। আমি বলছি, আমার কপাল ভালো, কিন্তু কপালে গোল জুটে না। দোয়া করবেন, আমাদের ফাইনালের জন্য। খুবই ভালো লাগছে, আমরা যেমনটা চেয়েছি, তেমনটা খেলতে পেরেছি।”