Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
বললেন ঋতুপর্ণা চাকমা

আমাদের আছে মেসি

বাংলাদেশের আক্রমণে বড় ভরসার নাম ঋতুপর্ণা চাকমা। নেপালের আনফা কমপ্লেক্স মাঠে। ছবি: বাফুফে
বাংলাদেশের আক্রমণে বড় ভরসার নাম ঋতুপর্ণা চাকমা। নেপালের আনফা কমপ্লেক্স মাঠে। ছবি: বাফুফে
[publishpress_authors_box]
কাঠমান্ডু থেকে
কাঠমান্ডু থেকে

ললিতপুরের সেন্ট জাভিয়ের স্কুল মাঠে অনুশীলনে গভীর মনোযোগ সাবিনা খাতুন, মারিয়া মান্দাদের। বক্সের ১০ গজ দূর থেকে মাসুরা পারভীন বারের ওপর দিয়ে বল মারতেই হতাশ হয়ে পড়লেন সতীর্থরা। আবার ঋতুপর্ণা চাকমার শট জালে জড়াতেই উল্লাস।

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে রবিবার প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫-৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। জয় দিয়ে ম্যাচটি শুরু করতে চান দলের ফরোয়ার্ড লাইনের অন্যতম ভরসা ঋতুপর্ণা।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ মুখোমুখিতে ২০২২ সালে বাংলাদেশ ৬-০ গোলে জিতেছিল। যে ম্যাচে হ্যাটট্রিক করেন সাবিনা। ১টি করে গোল করেন সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও ঋতুপর্ণা।

তহুরাকে দেখিয়ে ঋতুপর্ণা বলেন, আমাদের আছে মেসি। ছবি: বাফুফে

আবারও সামনে পাকিস্তান। আবারও কি গোল করতে পারবেন? অনুশীলন শেষে মাঠের পাশে দাঁড়িয়ে ঋতুপর্ণাকে এমন প্রশ্ন করতেই একগাল হেসে দিলেন উত্তর, “    

গত বার তো গোল পেয়েছিলাম। এবারও আশা করি গোল পাবো। গোল করার আত্মবিশ্বাস আছে।”

আগের সাফে স্বপ্না ছিলেন ফরোয়ার্ড লাইনে প্রতিপক্ষের জন্য আতঙ্ক। সেই স্বপ্না ফুটবল ছেড়ে ঘরকন্না নিয়ে ব্যস্ত। কিন্তু তার অভাব মাঠে পড়বে না। তেমনটাই বললেন ঋতুপর্ণা, “ স্বপ্না নেই তাতে কি হয়েছে। ওর চেয়েও ভালো ভালো ফুটবলার আছে আমাদের।”

পাশে বসা তহুরাকে দেখিয়ে বললেন, “ ওই যে আমাদের মেসি আছে। আমরা পাকিস্তানকে এজন্যই ভয় পাচ্ছি না।”

গত সাফে তহুরা মাঠে নামারই সুযোগ পাননি। কিন্তু এবার তাকে একাদশে হয়তো রাখতে পারেন কোচ পিটার বাটলার। তহুরা নিজেও মাঠে নামতে মুখিয়ে আছেন, “গত বার আমাকে খেলায়নি। তবে এবার যদি আমাকে সুযোগ দেন কোচ তাহলে গোলের চেষ্টা করব। এই ম্যাচে আমি গোল পেতে চাই।”

স্বপ্নার মতো আঁখিও ফুটবল ছেড়ে দিয়েছেন। চীনে পড়াশুনা নিয়ে ব্যস্ত আঁখি। কিন্তু রক্ষণ সামলানোর দায়িত্ব এবার নিয়েছেন আফঈদা খন্দকার। প্রথমবার সাফে সুযোগ পেয়ে সেটা কাজে লাগাতে চান তিনি, “সাফে প্রথমবার খেলতে এসেছি। এজন্য চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো খেলার। আর পাকিস্তানের খেলা তো দেখেছি। কিভাবে ওদের সঙ্গে খেলব সেই পরিকল্পনা করেছি আমরা। একজন স্টপারের দায়িত্ব যেমন হয় সেটাই আমি করবো।”

সাবিনার দু পাশে দুই ডিফেন্ডার। বাঁয়ে আফঈদা, ডানে মাসুরা।

আঁখির অভাব দলে থাকবে পড়তে দেবেন না তিনি, “ আঁখি আপু যেমন করেছিলেন এর থেকে ভালো কিছু করার ইচ্ছা আছে “

ডিফেন্ডার হয়েও বয়সভিত্তিক সাফে মাঝ মাঠ থেকে গোল করেছেন আফঈদা। এবারও সুযোগ পেলে তেমনটা করতে চান, “চেষ্টা অবশ্যই থাকবে মাঝমাঠ থেকে গোল করার। চেষ্টা করলে অনেক কিছুই হয়।”

বড়দের সঙ্গে খেলাটা অন্যরকম অভিজ্ঞতা আফঈদার জন্য, “জুনিয়র সাফে খেলেছি যখন সেটা অন্য রকম ছিল। আর এখানে সিনিয়রদের সঙ্গে খেলা পুরোটাই আলাদা।  এর আগে যেভাবে খেলার চেষ্টা করেছি সেভাবেই খেলার চেষ্টা করবো।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত