ক্লাব বিশ্বকাপে উড়ন্ত শুরু করল আর্জেন্টাইন ঐতিহ্যবাহী দল রিভার প্লেট। নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার রাতে তারা ৩-১ গোলে হারিয়েছে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে। ব্রাজিলের ফ্লুমিনেন্স গোলশূন্য ড্র করেছে জার্মানির পরাশক্তি বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। জয় না পেলেও ডর্টমুন্ডকে আটকে দেওয়াটা বড় সাফল্য ফ্লুমিনেন্সের।
আরেক ম্যাচে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা ইন্টার মিলানকে রুখে দিয়েছে মন্তেরি। ১-১ গোলে ড্র করেছে দুই দল। স্প্যানিশ কিংবদন্তি ডিফেন্ডার সের্হিয়ো রামোস ২৫তম মিনিটে এগিয়ে দেন মন্তেরিকে। ৪২ মিনিটে সমতা ফেরান লাওতারো মার্তিনেস। এরপর গোলের দেখা পায়নি আর কোনো দল।
রেড ডায়মন্ডসের বিপক্ষে ১২তম মিনিটে ফাকুন্দো কলিদোর গোলে এগিয়ে যায় রিভার প্লেট। রক্ষণের ভুলে ৪৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেবাস্তিয়ান দ্রিসুই। এরপরই ইনজুরিতে পড়েন এই ফরোয়ার্ড। চোট পেয়ে চিৎকার করছিলেন তিনি, ডাকছিলেন মেডিক্যাল স্টাফদের। নিজেই বলছিলেন, ‘‘মনে হয় শরীরের সব ভেঙে ফেলেছি।’’
৫৮ মিনিটে ইউসুকু মাতাসুর পেনাল্টিতে এক গোল ফেরায় রেড ডায়মন্ডস। তবে ম্যাচে ফিরতে পারেনি তারা। ৭৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো মেৎসার গোলে ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে রিভার প্লেট।
ম্যাচ শেষে রিভার প্লেট কোচ মার্সেলো গ্যালার্দো বলছিলেন, ‘‘প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। স্নায়ুর চাপ সামলে পাওয়া জয়টা গুরুত্বপূর্ণ ছিল।’’
অপর ম্যাচে ডর্টমুন্ডের পোস্টে গোলের জন্য ১৪টা শট নিয়েছিল ফ্লুমিনেন্স। লক্ষ্যে রেখেছিল ৫টি। ডর্টমুন্ড গোলরক্ষক সেভ করেন ৫টিই। বিপরীতে ডর্টমুন্ডের পোস্টে নেওয়া ৭ শটের ৩টি ছিল লক্ষ্যে।
গোলশূন্য ড্র ম্যাচটিতে ডর্টমুন্ডের জার্সিতে অভিষেক হয়েছে জুড বেলিংহামের ভাই জব বেলিংহামের। ৬০ মিনিটে বদলি হয়ে নামেন তিনি তবে পার্থক্য গড়তে পারেননি ম্যাচের।