Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

পোশাক কারখানা খুলছে বুধবার

কর্মরত এক পোশাক শ্রমিক। ছবি : সংগৃহীত
কর্মরত এক পোশাক শ্রমিক। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের সব কারখানা আগামীকাল বুধবার থেকে খোলা রাখার ঘোষণা দিয়েছে এ খাতের ব্যবসায়ীদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

ছাত্র-জনতার গণআন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে ক্ষমতার পালা বদল হয় সোমবার। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প কারখানা চালু রাখতে বলেছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তবে দেশের বর্তমান পরিস্থিতিতে বিজিএমইএ ও বিকেএমইএ-এর ঘোষণা অনুযায়ী রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা মঙ্গলবার বন্ধ রেখেছিলেন পোশাক শিল্পের মালিকরা। বুধবার থেকে তা খোলা রাখার ঘোষণা দিয়েছে এই দুই সংগঠন।

মঙ্গলবার রাতে ওভেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল সকাল সন্ধ্যাকে বলেন, “আজ বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক জরুরি বোর্ড সভায় আগামীকাল থেকে ফ্যাক্টরি খোলা রাখার ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

একই কথা জানিয়েছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। সকাল সন্ধ্যাকে তিনি বলেন, “বুধবার থেকে আমাদের সব নিট পোশাক কারখানা খোলা থাকবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘিরে সহিংসতার আশঙ্কায় রবিবার রাতে সব কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বিজিএমইএ ও বিকেএমইএ। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত মাসে এক সপ্তাহ বন্ধ ছিল পোশাক কারখানা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত