নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছে তিনজন। অন্যদিকে মাদারীপুরে ট্রাকের সঙ্গে ইজিবাইজের সংঘর্ষে প্রাণ গেছে দুইজনের।
সকাল সন্ধ্যার আঞ্চলিক প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে।
শুক্রবার রাতে বা শনিবার ভোরের কোনও এক সময়ে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
নিহতরা হলেন– লক্ষ্মীপুরের লতিফপুর গ্রামের রহমত উল্যাহ (৬০), আমানী লক্ষ্মীপুর গ্রামের আলা উদ্দিন (৪৫) ও ফজলুল করিম (৪৫)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সংঘর্ষের পর ট্রাক ও অটোরিকশাটি লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ বাজারের উত্তর পাশে খালে পড়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেছে।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটিকে খাল থেকে তোলার এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কাজ চলমান রয়েছে।
মাদারীপুর
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকায় গাছবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
শনিবার সকাল ৯টার দিকে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটছে।
নিহতরা হলেন– রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সীর ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইকে রাজৈর যাচ্ছিলেন কয়েকজন। পথে বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সী ও ধলা হাওলাদার মারা যায়। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায় ট্রাকটি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ট্রাকের চালককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুঘর্টনার কবলে পড়ে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা চাইলে সহযোগিতা করা হবে।