Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

রাঙামাটিতে জিপ খাদে পড়ে নিহত ৩

মঙ্গলবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারায়।
মঙ্গলবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারায়।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, রাঙ্গামাটি

আঞ্চলিক প্রতিবেদক, রাঙ্গামাটি

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি (জিপ) পাহাড়ি খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুরাছড়ির পানকাটাছড়ি এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকের এই সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- রাজস্থলীর বালুমুড়া এলাকার বাসিন্দা জিপচালক চিনু মং মারমা (২৫) ও জুরাছড়ির পানকাটাছড়ি এলাকার বাসিন্দা মনো চাকমা (১৮)।

আহতরা হলেন- রাজস্থলীর বালুমুড়া এলাকার বাসিন্দা ক্য সি নু মারমা (২০), জুরাছড়ির পানকাটাছড়ি এলাকার বাসিন্দা কালুকেতু চাকমা (৪৫), বসতা চাকমা (৪৫), বারমু চাকমা (২০), দোলাইয়া চাকমা (৩৫) ও সুরজ্যোতি চাকমা (২০)।

এদের মধ্যে কালকেতু চাকমা ও বসতা চাকমাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে গন্তব্যের দিকে যাচ্ছিল চাঁদের গাড়িটি। পানকাটাছড়ি এলাকায় পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সৌরীন্দ্র বড়ুয়া বলেন, “আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকজনের শরীরে আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে গেছে। তাদের দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।”

দুর্ঘটনার বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, “জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি এলাকায় চাঁদের গাড়ি খাদে পড়ে তিনজন নিহতের খবর পেয়েছি।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত