দশ ঘণ্টার মধ্যে দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় এক সঙ্গীতশিল্পীসহ নিহত হয়েছে ছয়জন। বুধবার রাতে ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা মধ্যে হবিগঞ্জ, বরিশাল ও সুনামগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন হবিগঞ্জ, দুজন বরিশাল ও বাকি দুজন সুনামগঞ্জের বাসিন্দা।
এর আগে বুধবার দুপুরে ঝালকাঠিতে টোল প্লাজায় অপেক্ষমাণ চার গাড়িতে ট্রাকের ধাক্কায় নিহত হয় ১৪ জন, যাদের মধ্যে ছয়জনই এক পরিবারের সদস্য।
সকাল সন্ধ্যার আঞ্চলিক প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে সঙ্গীতশিল্পীসহ নিহত ২
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সুরমা সেতুর টোল প্লাজার কাছে এ ঘটনায় আহত হয়েছে তিনজন।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, সকাল ৭টার দিকে সুরমা নদীর নতুন ব্রিজের টোল প্লাজায় ওঠার আগে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন– ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের দিলশাদ মিয়ার ছেলে লোকসঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান (৩৫) এবং একই গ্রামের আব্দুল আহাদের ছেলে আব্দুস সাত্তার (৪০)।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে।
থেমে থাকা ট্রাকের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, নিহত ২
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে বাকেরগঞ্জ পৌর এলাকার রুহিতার পাড়ে বরিশাল-পটুয়াখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বরিশাল নগরীর বটতলা এলাকার বদরুল আলম সিকদার (৬০) ও বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের মনিরুজ্জামান বাচ্চু (৬১)।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মোটরসাইকেল আরোহী দুজন পটুয়াখালী থেকে বরিশাল যাচ্ছিলেন। সড়ক বাতি না থাকায় মোটরসাইকেল চালক সড়কের পাশে থেমে থাকা ট্রাকটি দেখতে পাননি। ফলে তাদের মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়।
তিনি জানান, দুর্ঘটনা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. একেএম মাহমুদুল হাসান তাদের মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জে দুর্ঘটনাকবলিত গাড়ি সরাতে গিয়ে বাসচাপায় নিহত ২
হবিগঞ্জের নবীবগঞ্জ উপজেলায় দুর্ঘটনাকবলিত একটি পিকআপ ভ্যান রাস্তা থেকে সরাতে গিয়ে বাসচাপায় দুজন নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে মো. সাদিক মিয়া (৩৫) ও কনা মিয়ার ছেলে হাসান আহমদ (২০)।
আউশকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য সাহেল আহমদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি বিআরটিসি পরিবহনের বাস বুধবার রাতে আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এক পর্যায়ে একটি পিকআপ ভ্যান বিআরটিসি পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি রশি বেঁধে সরানোর কাজ শুরু করে এর চালক সাদিক ও তার সহকারী হাসান।
তিনি জানান, মহাসড়কে দাঁড়িয়ে সাদিক ও হাসান যখন রশি ধরে টেনে পিকআপ ভ্যানটি সরাতে ব্যস্ত, ওই সময়ই ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির আল মোবারাকা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় দুজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেছে।