ব্যাটারি রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধে হাই কোর্টের আদেশের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ঢাকায় বিক্ষোভে নামে চালকরা। অবরোধ করা হয় রেল, সড়কপথ। মহাখালী এলাকা থেকে ছবিটি তুলেছেন জীবন আমীর
অবরোধের সময় ভাঙচুর করা হয় যানবাহন। ছবি : জীবন আমীরবিক্ষোভকারীদের অবশ্য অ্যাম্বুলেন্স আটকাতে দেখা যায়নি। ছবি : জীবন আমীরএসময় মহাখালীর এলাকার একটি ভবনে ঢুকে ভাঙচুর চালাতে চায় বিক্ষোভকারীদের একাংশ। ছবি : জীবন আমীরতাদের থামায় বিক্ষোভরতদের আরেক অংশ। ছবি : জীবন আমীরমহাখালীতে একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে সেনাবাহিনীর সদস্যরা। ছবি : জীবন আমীরমহাখালী রেলগেইটে অবস্থান নেওয়া কয়েকশ বিক্ষোভকারীকে দুপুরের দিকে ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী। ছবি : জীবন আমীরব্যাটারি রিকশার চালকদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া মানুষ। ছবি : জীবন আমীর