Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মগবাজারে ছিনতাই : গ্রেপ্তার চারজন রিমান্ডে 

snaching in moghbazar
[publishpress_authors_box]

ঢাকার মগবাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর গ্রেপ্তার হওয়া চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেয়।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. সোহেল রানা, মো. জীবন ওরফে হৃদয়, মো. শামীম ও মকবুল হোসেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক ইব্রাহীম খলিল আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামি সোহেল, জীবন ও হৃদয়ের পক্ষে তাদের আইনজীবী সেন্টু আলম খান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। মকবুলের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ডের আদেশ দেয়।

হাতিরঝিল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর মোকছেদুল ইসলাম এসব তথ্য জানান।

গত ২৯ মে সোহেলকে কেরানীগঞ্জ ও অপর তিন আসামিকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, ৯ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি ও মোটরসাইকেল জব্দ করা হয়। 

আদালতসূত্রে জানা গেছে, গত ১৮ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়লে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী এক তরুণ একটি ব্যাগ কাঁধে হেঁটে যাওয়ার সময় তার পথ আটকায় বাইকে আসা তিনজন। বাইক থেকে দুইজন দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। এর মধ্যে চাপাতি দিয়ে আঘাত করতেও দেখা যায় তাদেরকে। একপর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে।

এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করলে চাপাতি হাতে দুইজন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়। এরমধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়। মাত্র এক মিনিটের মধ্যে ভুক্তভোগীর ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা চলে যায়৷

ওই ঘটনায় গত ২৬ মে ভুক্তভোগী আব্দুল্লাহ রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত