Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

স্বাস্থ্যের ডিজির দায়িত্বে রোবেদ আমিন

অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন
অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন
[publishpress_authors_box]

দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পর্যায়ে চলছে রদবদল। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে।

তিনি এর আগে অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) শাখার পরিচালক ছিলেন।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

মেডিসিন বিশেষজ্ঞ রোবেদ আমিন ২০২১ সালের জানুয়ারি থেকে স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বিলুপ্ত করা হয় সংসদ, দেশ পরিচালনার দায়িত্ব পায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

ক্ষমতার এই পালাবদলের মধ্যে প্রথমে পদত্যাগ করতে শুরু করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। এরপর প্রশাসনিকভাবেই আসে নানা রদবদলের সিদ্ধান্ত।

যার ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তর পেল নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক।

রোবেদ আমিনের নিয়োগের মাধ্যমে অবসান হলো এই পদে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ। নতুন মহাপরিচালক নিয়োগের আগে অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব থেকে খুরশীদ আলমের চুক্তি বাতিল করে সরকার।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমার সই করা প্রজ্ঞাপনে চুক্তি বাতিলের কথা জানানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত