বার্সেলোনার হয়ে অভিষেকটা জয়ে রাঙালেন হান্সি ফ্লিক। নতুন এই কোচের লা লিগায় প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। পিছিয়ে পরেও রবার্ট লেভানদোস্কির জোড়া গোলে স্বস্তির জয়ে মৌসুম শুরু করল তারা।
চোটের জন্য ছিলেন না বার্সেলোনার ইলকাই গুন্দোয়ান, গাভি, ফ্রেংকি ডি ইয়ং, রোনাল্দ আরাউহো, আনসু ফাতির মতো তারকা। লাইপজিগ থেকে দানি ওলমো এলেও এখনও লা লিগায় নিবন্ধন করানো হয়নি তার। এর মাঝেই গুঞ্জন ছড়িয়েছে গুন্দোয়ানের ক্লাব ছাড়ার।
কোচ ফ্লিক অবশ্য আশাবাদী গুন্দোয়ানের থাকা নিয়ে, ‘‘এই ম্যাচটা মোটেও পরীক্ষার কিছু ছিল না, খুব গুরুত্বপুর্ণ জয় পেয়েছি। ইউরো আর অলিম্পিক শেষে খেলোয়াড়রা যোগ দিয়েছে মাত্র, সহজ ছিল না দ্রুত গুছিয়ে নেওয়াটা। গুন্দোয়ান মাথায় চোট পেয়েছিল, তাই মাস্তেয়ায় আসেনি। ওর সঙ্গে আমার কথা হয়েছে, আশা করছি এখানেই থাকবে ও।’’
বার্সেলোনা এগিয়ে যেতে পারত ১৯তম মিনিটে। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার বুলেট শট ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। নিজেদের মাঠে ৪৪তম মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। লোপেসের ক্রসে ছয় গজ বক্স থেকে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দুরো।
বিরতির আগেই সমতায় ফিরে বার্সা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দের ক্রস লামিনে ইয়ামাল ভলিতে বল বাড়ান গোলমুখে, যা স্লাইডে জালে জড়ান রবার্ট লেভানদোস্কি।
বিরতির পর দ্বিতীয় মিনিটেই লেভানদোস্কির পেনাল্টিতে এগিয়ে যায় বার্সা। রাফিনিয়া ভ্যালেন্সিয়ার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল তারা।
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪ ম্যাচে লেভানদোভস্কির গোল এখন ৬টি। ম্যাচ শেষে তার সন্তষ্টি, ‘‘বিরতির আগে প্রথম ২০-২৫ মিনিট দল ছন্দে ছিল না। এরপর আমরা ম্যাচে ফিরি। প্রথম গোল হজমের পর দ্রুত সমতায় ফেরাটা গুরুত্বপূর্ণ ছিল।’’
লা লিগার অপর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ওসাসুনা ও লেগানেস।