২০২৪ সালের ব্যালন ডি’অর জিতলেন রোদ্রি। ম্যানচেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রথমবার জিতলেন ব্যক্তিগত মর্যাদার পুরস্কারটি। রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামকে পেছনে ফেলে ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কারটি হাতে তুলেছেন তিনি।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলেন রোদ্রি। আর এ বছর স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। ক্লাব ফুটবলে আলো ছড়ানোর পর জাতীয় দলের জার্সিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্পেনের ইউরো জয়ের নায়ক বিবেচনা করা হয় তাকে। সেটিরই পুরস্কার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
১৯৬০ সালে লুইস সুয়ারেস সর্বশেষ স্প্যানিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন। ২০২৪ সালে এসে দীর্ঘ ৬৪ বছর পর আবারও স্পেনে ব্যালন ডি’অর জয়ের আনন্দ ছড়ালেন রোদ্রি। অন্যদিকে ২০০৮ সালে ক্রিস্তিয়ানো রোনালদোর পর প্রথম প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
২০২৩ সালের ১ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনা করে ব্যালন ডি’অর জয়ী নির্ধারণ করা হয়েছে। এই সময়কালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রোদ্রির খেলা ৬৩ ম্যাচে গোল ১২টি, অ্যাসিস্ট সংখ্যা ১৪, পাসিং অ্যাকুরেসি ৯৩ শতাংশ ও বলের দখলে লড়াইয়ে সফলতা ৬০ শতাংশ।
এবারের ব্যালন ডি’অরে ফেভারিট ধরা হচ্ছিল ভিনিসিয়ুস জুনিয়রকে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। লা লিগার শিরোপাও জিতেছিলেন তিনি। তবে সোমবার ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে জানা যায়, রিয়াল মাদ্রিদ ‘ফ্রান্স ফুটবল’-এর অনুষ্ঠান বয়কট করেছে। কারণ তারা জানতে পেরেছে, এবারের ব্যালন ডি’অর ভিনিসিয়ুস জুনিয়র জিতছেন না।
রিয়ালের ধারণাই সত্যি হলো। ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে পুরস্কারটি জিতলেন রোদ্রি। রিয়াল ফরোয়ার্ড হয়েছেন দ্বিতীয়। আর তৃতীয় স্থান পেয়েছেন বেলিংহাম। চতুর্থ স্থানও রিয়ালের- পেয়েছেন ডিফেন্ডার দানি কারভাহাল। অর্থাৎ, দুই থেকে চার- তিনটি স্থানেই রিয়ালের খেলোয়াড়। শুধু বিজয়ীর জায়গায় রোদ্রির নাম।
খবরটা আগেই পেয়ে গিয়েছিল রিয়াল, এ কারণে ব্যালন ডি’অর অনুষ্ঠানে আসেনি ক্লাবটির কেউ। বিজয়ী নির্ধারণের মানদণ্ড সঠিকভাবে প্রয়োগ না হওয়ায় ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় রিয়াল।
রিয়াল মাদ্রিদ জানতে পেরেছিল এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রোদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও স্পেনের জার্সিতে ইউরো জয়ের কারণে স্প্যানিশ মিডফিল্ডারের হাতে উঠেছে পুরস্কারটি। যদি এই মানদণ্ডে রোদ্রি ব্যালন ডি’অর জেতেন, তাহলে পুরস্কারটি দানি কারভাহালের জেতা উচিত বলে মনে করেছে রিয়াল। কারণ ডিফেন্ডার কারভাহাল রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি স্পেনের হয়ে ইউরোও জিতেছেন।
বার্তা সংস্থা এএফপিকে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছিল, মানদণ্ডের বিচারে ভিনিসিয়ুস জুনিয়রকে যদি ব্যালন ডি’অর না দেওয়া হয়, তাহলে সেই মানদণ্ডের বিবেচনায় পুরস্কারটি পাওয়া উচিত দানি কারভাহালের।
মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার আইতানি বোনমাতি। টানা দ্বিতীয়বার পুরস্কারটি জিতলেন এই মিডফিল্ডার। গত মৌসুমে তিনি ক্যারিয়ার সর্বোচ্চ ১৯ গোল করে জিতেছেন মেয়েদের চ্যাম্পিয়নস লিগ। একই সঙ্গে জিতেছেন টানা পঞ্চম নারী স্প্যানিশ লিগ। আন্তর্জাতিক অঙ্গনে মেয়েদের নেশনস লিগে স্পেনের শিরোপা জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।