কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবির থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে এপিবিএন।
বুধবার ভোরে উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান ১৪-এপিবিএনের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল।
গ্রেপ্তার ব্যক্তির নাম সৈয়দ আলম ওরফে আব্বাস (৩৭)। তিনি ওই ক্যাম্পের ডি-ব্লকের কালা মিয়ার ছেলে।
মোহাম্মদ ইকবাল বলেন, ভোরে এপিবিএনের কাছে খবর আসে যে বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে কিছু সশস্ত্র ব্যক্তি জড়ো হয়েছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক দৌঁড়ে পালাতে চেষ্টা করে। এসময় একজনকে ধাওয়া দিয়ের আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়।
পরে তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায় বলে জানান মোহাম্মদ ইকবাল।
এডিআইজি জানান, সৈয়দ আলম ওরফে আব্বাস রোহিঙ্গা ক্যাম্পের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।