কানপুর টেস্টে ভারতের ব্যাটিং দেখলে চমকে যাওয়ার কথা। টেস্ট ম্যাচ হলেও রোহিত শর্মারা ব্যাটিং করেছেন টি-টোয়েন্টি ধাঁচে। বাংলাদেশের বোলারদের ওপর টর্নেডো বইয়ে দিয়ে রেকর্ডের মালা গেঁথেছে ভারত। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০ ও ২৫০ রানের রেকর্ড গড়েছে তারা।
বৃষ্টির কারণে তিন দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। চতুর্থ দিন বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রত্যেক ম্যাচের পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। কানপুর টেস্ট থেকে ফল বের করে আনতেই শুরু থেকে চড়াও হয় স্বাগতিকরা ব্যাটাররা। যশস্বী জয়সওয়াল-লোকেশ রাহুলদের তাণ্ডবে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণার আগে রেকর্ডের পর রেকর্ড গড়েছে ভারত।
৩
৫০ রান করতে মাত্র ৩ ওভার লেগেছে ভারতের। টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড এটি। এ বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নটিংহাম ও বার্মিংহাম টেস্টে ৪.২ ওভারে ইংল্যান্ডের ৫০ রান ছিল আগের রেকর্ড।
১০.১
মাত্র ১০.১ ওভারে ১০০ রান ভারতের। এখন এটি দ্রুততম দলীয় সেঞ্চুরির রেকর্ড টেস্টে (যখন থেকে ডাটা সংগ্রহ করা হচ্ছে)। ভারত ভেঙেছে নিজেদেরই রেকর্ড। গত বছর পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২.২ ওভার ১০০ করেছিল তারা। আগেরবারের চেয়ে ২.১ ওভার কম খেলে এবার ‘সেঞ্চুরি’ করেছে ভারত।
১৮.২
দ্রুততম একশ’র পর দ্রুতমম ১৫০ রানের রেকর্ডও গড়েছে ভারত। এই মাইলফলকে পৌঁছাতে তাদের লেগেছে ১৮.২ ওভার। আগের কীর্তিটাও ছিল ভারতের। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেড়শ করেছিল ২১.১ ওভারে।
২৪.২
২০০ রান করতে এই ওভার লেগেছে ভারতের। টেস্টের দ্রুততম ২০০ রানের রেকর্ডটাও তাতে গড়া হয়েছে। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ২৮.১ ওভারে ২০০ রান করেছিল অজিরা।
৩০.১
দ্রুততম ২৫০ রান করার রেকর্ডও এখন ভারতের। বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে ৩০.১ ওভারে এই মাইলফলক স্পর্শ করে স্বাগতিকরা। এতদিন এই রেকর্ডটা ছিল ইংল্যান্ডের দখলে। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ইংলিশরা ২৫০ রান করেছিল ৩৪ ওভারে।
৮.২২
কানপুর টেস্টে প্রথম ইনিংসে ভারতের রান তোলার গড়। ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণার সময় রান রেটেরও নতুন রেকর্ড গড়েছে স্বাগতিকরা। আগের সর্বোচ্চ রানরেটের রেকর্ডটা ছিল ইংল্যান্ডের। ২০২২ সালে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩৫.৫ ওভারে ৭.৩৬ গড়ে ৭ উইকেটে ২৬৪ রান করেছিল ইংলিশরা।
১৪.৩৪
এই রানরেটে যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা ওপেনিং জুটিতে যোগ করেন ৫৫ রান। ২৩ বলের ঝড়ে টেস্ট ইতিহাসের দ্রুততম ৫০ রানের জুটি গড়েন তারা। আগের দ্রুততম ফিফটি রানের ওপেনিং জুটি ছিল বেন স্টোকস ও বেন ডাকেটের। এ বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্মিংহামে ৪৪ বলে ৮৭ রান করেছিলেন তারা।
৯৬
এ বছর ৮ টেস্টে ৯৬ ছক্কা মেরেছে ভারত। টেস্টে একপঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার মারার রেকর্ড এটি। পেছনে ফেলেছে ২০২২ সালে ইংল্যান্ডের মারা ৮৯ ছক্কার কীর্তি।