এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। কুড়ি ওভারের বিশ্ব আসরে ভারতের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছিল জল্পনা। ভারতীর বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর ছিল, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে যাবে ভারত। যদিও সব জল্পনার অবসান ঘটালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
আগামী জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখনও অনেকটা সময় বাকি। দল ঘোষণা আসতেও দেরি। তবে জয় শাহ জানিয়ে দিয়েছেন তাদের অধিনায়কের নাম। হার্দিক নন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা।
প্রায় ১৪ মাস পর আফগানিস্তান সিরিজ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন রোহিত। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে দূরে ছিলেন তিনি। তবে গত মাসে ঘরের মাঠে সিরিজ দিয়ে তিনি কুড়ি ওভারের ক্রিকেটে ফেরেন অধিনায়ক হিসেবেই। এবার জয় শাহ নিশ্চিত করলেন, সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অধিনায়কের দায়িত্ব সামলাবেন এই ওপেনার।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পাল্টে করা হচ্ছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম। নতুন নাম ঘোষণার অনুষ্ঠানে জয় শাহ বলেছেন, “ঘটনা হলো এক বছর পর সে (রোহিত) আফগানিস্তান সিরিজ দিয়ে ফিরেছে। এর অর্থ হলো, অবশ্যই সে নেতৃত্ব দেবে (টি-টোয়েন্টি বিশ্বকাপে)।”
বিসিসিআই সচিব আরও বলেছেন, “গত বছর ওয়ানডে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জেতার পরও আমরা আহমেদাবাদে ফাইনাল হেরেছি। আমি কথা দিচ্ছি, এই বছর রোহিত শর্মার নেতৃত্বেই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতব।”
সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার ওই অনুষ্ঠানে রোহিতও ছিলেন। আরও ছিলেন কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচক অজিত আগারকার।