Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর কারণ জানালেন মুম্বাই কোচ

মুম্বাই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচারের সঙ্গে রোহিত শর্মা। ছবি: বিসিসিআই
মুম্বাই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচারের সঙ্গে রোহিত শর্মা। ছবি: বিসিসিআই
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মুম্বাই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক রোহিত শর্মা। তার নেতৃত্বেই ফ্র্যাঞ্চাইজিটি জিতেছে আইপিএলের পাঁচটি শিরোপা। তারপরও অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে মুম্বাই। সামনের আসরে দলটিকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। কেন রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটির ব্যাখ্যা দিয়েছেন মুম্বাই কোচ মার্ক বাউচার।

‘ঘরের ছেলে’ হার্দিককে ২০২২ সালের আইপিএলে বিক্রি করে দেয় মুম্বাই। ডানহাতি অলরাউন্ডারের নতুন ঠিকানা হয় গুজরাট টাইটানস। দুই মৌসুম সেখানে কাটানোর পর আবার তাকে ফিরিয়ে এনেছে মুম্বাই। শুধু ফেরায়নি, তার কাঁধে দিয়েছে অধিনায়কত্বের দায়িত্ব।

নেতৃত্বের পদ থেকে রোহিতকে ছেঁটে ফেলায় আলোচনা যেমন হয়েছে, তেমনি হয়েছে সমালোচনা। এবার বিষয়টি পরিষ্কার করলেন মুম্বাই কোচ বাউচার। স্ম্যাশ স্পোর্টস পডকাস্টে তিনি বলেছেন, “আমার মনে হয় ব্যাপারটি পুরোটাই ক্রিকেটীয় সিদ্ধান্ত। আমরা দেখেছি (খেলোয়াড় কেনাবেচার) উইন্ডোতে হার্দিক ফিরে এসেছে। আমার কাছে এটা একটা পরিবর্তনের সময়। ভারতের এটা সবাই বোঝে না। লোকজন ভীষণ আবেগী, তবে আপনাকে আবেগ সরিয়ে চিন্তাভাবনা করতে হবে।”

সঙ্গে যোগ করেছেন, “আমার মনে হয় এই সিদ্ধান্তে ব্যক্তিগত ও খেলোয়াড় হিসেবে রোহিতের সেরাটা বের করে আনা যাবে। এখন সে চাপমুক্ত হয়ে মাঠে নামবে, রান করবে এবং উপভোগ করবে।”

নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াতে রোহিতের কাছ থেকে সেরাটা পাওয়ার আশায় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক, “অবশ্যই রোহিত দারুণ (অধিনায়ক)। বয়সভিত্তিক ক্রিকেট থেকে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা তার। এখন সে ভারতকে নেতৃত্ব দিচ্ছে। ফলে সে যেখানেই যায়, ক্যামেরা পিছু নেয়। অনেক ব্যস্ত সময় কাটাতে হয়। যেকারণে গত কয়েক মৌসুম খুব একটা ভালো যায়নি। তবে অধিনায়ক হিসেবে ছিল দুর্দান্ত।”

মুম্বাইয়ের নতুন অধিনায়ক হার্দিক। যদিও এই ক্রিকেটার তার নেতৃত্বের ধার ইতিমধ্যেই দেখিয়েছেন। অধিনায়ক হয়েই আইপিএলের শিরোপা জিতিয়েছেন অভিষিক্ত গুজরাট টাইটানসকে। গত মৌসুমেও ফাইনালে নিয়ে গিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিটিকে। যদিও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে শিরোপা হারায়। টানা দুইবার ফাইনাল খেলা অধিনায়কের কাঁধেই এবার ‍মুম্বাইয়ের নেতৃত্বের ভার।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত