Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

২০০ ছক্কার মাইলফলকে প্রথম রোহিত

ডডড
[publishpress_authors_box]

ছক্কার রাজাই ভাবা হয় ক্রিস গেইলকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ড বলছে অন্য কথা। সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় সেরা পাঁচেও নেই গেইল। ৭৯ ম্যাচে তার ছক্কা ১২৪টি। সবচেয়ে বেশি ছক্কার কীর্তিটা ছিল রোহিত শর্মার। আজ প্রথম ব্যাটার হিসেবে এই ফরম্যাটে ২০০ ছক্কার মাইলফলকে পা রাখলেন রোহিত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ৮ ছক্কায় ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রোহিত। মাইলফলকটা হয়েছে তাতেই। ১৫০ ইনিংসে তার ছক্কা এখন ২০৭টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৩টি ছক্কা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের।

শুধু ছক্কার রেকর্ডই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের কীর্তিও এখন রোহিতের। ১১৬ ইনিংসে ৪১৪৫ রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন পাকিস্তানের বাবর আজম। তাকে ছাড়িয়ে ১৪৯ ইনিংসে রোহিতের রান ৪১৬৫।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা

ব্যাটার                      দেশ                        ইনিংস ছক্কা

রোহিত শর্মা               ভারত                       ১৫০   ২০৭

মার্টিন গাটিল             নিউজিল্যান্ড              ১১৮    ১৭৩

জস বাটলার              ইংল্যান্ড                    ১১৩   ১৩৭

গ্লেন ম্যাক্সওয়েল        অস্ট্রেলিয়া                ১০৩   ১৩৩

নিকোলাস পুরান         উইন্ডিজ                   ৮৭      ১৩২  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত