টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৫টা সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। ওয়ানডেতেও সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি তার। এই রেকর্ডগুলোয় তার প্রিয় শট ছিল ‘ছক্কা’। তাতেই ‘হিটম্যান’ প্রথম ব্যাটার হিসেবে গড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কার রেকর্ড।
কাল (বুধবার) আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৪ বাউন্ডারি ৩ ছক্কায় ৫২ রানের ইনিংস। শেষের ছক্কাটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে রোহিতের ৬০০তম। ৪৭৩ ম্যাচে ৪৯৯ ইনিংসে ৬০০ ছক্কা তার। ৪৮৩ ম্যাচে ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কা মেরে দুইয়ে আছেন ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল।
৫২৪ ম্যাচে মোট ৫০৮ ইনিংসে ৪৭৬ ছক্কা নিয়ে তিন নম্বরে পাকিস্তানের শহিদ আফ্রিদি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ৩৯১ ম্যাচে ৪৫২ ইনিংসে সবচেয়ে বেশি ১৮৯ ছক্কা মেরেছেন তামিম।
Topping The Charts – the Rohit Sharma way! 🔝
— BCCI (@BCCI) June 5, 2024
Most Wins as the #TeamIndia captain in Men's T20Is 👏 👏#T2OWorldCup | #INDvIRE | @ImRo45 pic.twitter.com/V9SyUS0g7t
রোহিতের ৬০০ ছক্কার মধ্যে ১৯৩টি টি–টোয়েন্টিতে। ওয়ানডের ২৫৪ ইনিংসে ছক্কা ৩২৩টি আর ৫৯ টেস্টে ১০১ ইনিংসে তাঁর ছক্কাসংখ্যা ৮৪টি। তার মাইলফলকের কয়েকটি ছক্কায় জড়িয়ে বাংলাদেশিদের নামও।
২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের বলে ২০০তম ছক্কা মারেন রোহিত। ২০২২ সালে বাংলাদেশ সফরে দ্বিতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহর বলে মারেন ৫০০তম ছক্কা।সবচেয়ে বেশি ১২৪ ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের সঙ্গে তার ছক্কা ৪৯টি।
আয়ারল্যান্ডকে হারিয়ে রোহিত ভেঙেছেন মহন্দ্রে সিং ধোনির রেকর্ডও। এই জয়টা ছিল অধিনায়ক হিসেবে রোহিতের ৪২তম, যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। মহেন্দ্র সিং ধোনি জিতেছিলেন ৪১ ম্যাচ।
মাহেলা জয়াবর্ধনে ও বিরাট কোহলির পর তৃতীয় ব্যাটার হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছেন ১ হাজার রানের মাইলফলকে।