Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

রোহিতকে বেশি সময় ক্রিজে চান গাভাস্কার

gavaskar2
[publishpress_authors_box]

ব্যাটে রান নেই রোহিত শর্মার। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এখনও ৫০ রানের কোনো ইনিংস নেই তার। অথচ দলের সেরা ব্যাটার তিনি। ওয়ানডে সবচেয়ে বেশি ২০০ রানের ইনিংসও রোহিতের। তার ফর্মে না থাকায় তাই উদ্বিগ্ন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। ফাইনালে রোহিতকে যত বেশি সম্ভব ক্রিজে থাকার পরামর্শ দিলেন তিনি।

‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বললেন, ‘‘ও কি নিজে ২৫-৩০ রান করে খুশি? এটা হওয়া উচিত নয়। রোহিতকে আমার পরামর্শ, যদি সাত-আট ওভারের বদলে ক্রিজে অন্তত ২৫-৩০ ওভার টিকে থাকে তা হলে অনেক বেশি প্রভাব ফেলতে পারবে।”

ভারতীয় কোচ গৌতম গম্ভীর অবশ্য চান রোহিত আগ্রাসী ব্যাটিং-ই করুক। তার কাছে রান বড় কোনো ব্যাপার নয়, ‘‘আপনারা রান বা পরিসংখ্যান দেখে রোহিতের বিচার করেন। আমরা ওর প্রভাবটা দেখি। এটাই পার্থক্য। যদি আপনার দলের অধিনায়ক আগ্রাসন নিয়ে ব্যাট করে তা হলে ড্রেসিংরুমে সেটা ভাল ইঙ্গিত দেয়। এটাই প্রমাণ করে আমরা সাহসী এবং ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই।’’

চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিতের ৪টি ইনিংস ৪১, ২০, ১৫ ও ২৮।

তবে গম্ভীরের সঙ্গে একমত নন গাভাস্কার। রোহিতকে বেশি সময় ক্রিজে দেখার কারণ হিসেবে গাভাস্কারের ব্যাখ্যা, ‘‘খেলার সৌন্দর্য, দর্শকদের পছন্দ মাথায় রেখেই বলছি, যদি রোহিত ২৫ ওভার ব্যাট করে তা হলে ভারত ১৮০-২০০ রান তুলতে পারে। যদি তার মধ্যে দুটো উইকেটও হারায়, তবু ওরা ৩৫০ রানে পৌঁছতে পারবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত