নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত ছিল না বিশ্বকাপের ৪০ দিন আগেও! ৩৪ হাজার দর্শক আসনের স্টেডিয়ামটির মাঠে ছিল না ঘাসের চিহ্ন। পিচ তো অনেক পরের কথা!
রোমাঞ্চকর এক অভিযাত্রায় সময় মতই সম্পন্ন হয়েছে সব। নিউইয়র্ক শহরের পূর্বে প্রায় ২৫ মাইল দূরের এ ভেন্যুটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম। স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি অস্থায়ী এই স্থাপনাকে চাইলে এক জায়গা থেকে আরেক জায়গাতেও নিয়ে যাওয়া যায় অনায়াসে।
সেই স্টেডিয়ামে কাল (শনিবার) ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই মাঠের কথা এতদিন পত্রিকায় পড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, দেখেছেন ভিডিও। এবার সশরীর মাঠে গিয়ে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত জানালেন, ,‘‘এটা খুব সুন্দর দেখাচ্ছে। এখানে প্রথম ম্যাচ খেলাতে তর সইছে না আমার।’’
যুক্তরাষ্ট্রে অনুশীলনের সুবিধা নিয়ে সাকিব আল হাসান অসন্তুষ্টি জানিয়েছিলেন আগেই। ভারতীয় মিডিয়াও জানিয়েছে, রোহিতরা অনুশীলন পিচ নিয়ে খুশি নন। পিচের মানও খুব ভাল নয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ১৮’ দলের একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জেনেছে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অসন্তুষ্টি।
‘নিউজ১৮’ লিখেছে, ‘‘গত বুধবার ক্যান্টিয়াগু পার্কে ভারতীয় দলের অনুশীলন ব্যবস্থার ঘাটতির পাশাপাশি পর্যাপ্ত খাবারও ছিল না। খেলোয়াড়েরাও খুশি ছিলেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও খাবার নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল।’’
তবে কোনও দল আনুষ্ঠানিক অভিযোগ করেনি বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে নিউজ১৮-কে, “কোনও অভিযোগ জমা পড়েনি। কোনও দলই ক্যান্টিয়াগু পার্কের ব্যবস্থা নিয়ে অভিযোগ করেনি আইসিসির কাছে।’’
এদিকে বিশ্বকাপের দলে থাকতে হার্দিক পান্ডিয়াকে বল করার শর্ত দিয়েছিলেন রোহিত শর্মা। সেই শর্ত মেনে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নেটে বোলিং করেছেন হার্দিক। প্রায় এক ঘণ্টা বল করেছেন তিনি। তার বলে ব্যাট করেছেন রোহিত শর্মাও।
আইপিএলে ১৪ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন হার্দিক। পারফর্ম্যান্স সন্তোষজনক না হওয়ায় হার্দিককে বোলিং অনুশীলনে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। তাতে কতটা উন্নতি হল, এর একটা ধারণা পাওয়া যেতে পারে বাংলাদেশের বিপক্ষে কালকের (শনিবার) প্রস্তুতি ম্যাচে।’’