Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

৬ বছর পর ওপেনিংয়ে নেই রোহিত

rohit final1
[publishpress_authors_box]

একটা সময় মিডলঅর্ডারই ছিলেন রোহিত শর্মা। ব্যাট করতেন পাঁচ-ছয় নম্বরে। ২০১৯ সালে প্রথমবার ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাও দুই ইনিংসে। তখন থেকে ওপেনই করেন রোহিত।

পার্থ টেস্টে রোহিত না থাকায় ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে ২০১ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দেন তারা। তাই শুক্রবার অ্যাডিলেডে শুরু হতে যাওয়া গোলাপি বলের দিবারাত্রির টেস্টে এই দুজনকেই ওপেনিংয়ে দেখতে চান রোহিত শর্মা।

দলের স্বার্থে ৬ বছর পর তিনি নেমে যাবেন মিডলঅর্ডারে। সংবাদ সম্মেলনে জানালেন সে কথাই, ‘‘বাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে রাহুলের ব্যাটিং দেখছিলাম। অসাধারণ খেলেছে ও। ওর ব্যাটিং পজিশন বদলানোর কোনও দরকার নেই। যশস্বী আর রাহুলের ওপেনিং জুটিই প্রথম টেস্টে আমাদের জিততে সাহায্য করেছে। আমি মিডলঅর্ডারে নামব, সিদ্ধান্তটা নিতে সমস্যাই হয়নি। ব্যক্তিগত ভাবে আমার পক্ষে নিচে খেলা কঠিন তবে দলের জন্য এই সিদ্ধান্ত খুবই সহজ ছিল।”

লোকেশ রাহুল আর জয়সওয়ালই ওপেন করবেন অ্যাডিলেডে।

অস্ট্রেলিয়া অ্যাডিলেড টেস্টের একাদশ ঘোষণা করেছে ২৪ ঘণ্টা আগেই। তবে ভারত এখনও করেনি। একাদশে অশ্বিন বা জাদেজা ফিরবেন কিনা এ নিয়েও ধোঁয়াশা রাখলেন রোহিত, “পিচ অনুযায়ীই দল সাজাতে হয়। আমি নিশ্চিত সিরিজে পরের দিকে কোনও না কোনও সময় অশ্বিন-জাদেজা ভূমিকা পালন করবে। ভারতকে অনেক ভাবে সাহায্য করেছে ওরা। পিচ দেখেই আমরা সিদ্ধান্ত নেব।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত