আবেগি রোহিত শর্মা কেঁদেছিলেন সেমিফাইনাল জিতেই। ফাইনাল শেষে তার উদযাপন ছিল চোখে পড়ার মত। কেঁদেছেন ফুঁপিয়ে। কখনও জড়িয়ে চুমু খেয়েছেন হার্দিক পান্ডিয়াকে তো কখনও পরিবারের সদস্যদের।
বার্বেডোসের কেনসিংটন ওভালে পুঁতে দিয়েছিলেন ভারতের একটি পতাকাও। এক ফাঁকে বাইশ গজের মাটি মুখে দেন রোহিত। কৃতজ্ঞতা জানান সেই বাইশ গজকে, যেখানে জিতেছেন বিশ্বকাপ। এভাবে উইম্বলডন জিতে সেন্টার কোর্টের ঘাস মুখে দিয়ে সেই মঞ্চকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন নোভাক জোকোভিচও।
বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। একইভাবে ট্রফি নিয়ে বিছানায় শুয়ে ছবি পোস্ট করেছেন রোহিতও।
এরই মাঝে আলোচনা চলছে রোহিতের টি-টোয়েন্টি ছাড়ার কারণ নিয়ে। বিরাট কোহলি ম্যাচ সেরা হয়ে সম্প্রচারকারী চ্যানেলে সঙ্গে সঙ্গেই নিয়েছিলেন অবসর। রোহিত শর্মা নিয়েছেন এর ১২০ মিনিট পর। এ নিয়ে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে তার আলোচনার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেখানে রোহিত বলছিলেন, ‘‘আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা ছিল না আমার। তবে পরিস্থিতিটা এমন ছিল যে, ভাবলাম আমার জন্য এটাই সঠিক সময়। বিশ্বকাপ জিতে বিদায় বলার চেয়ে ভালো আর হতে পারে না।’’