রীতিমতো রান পাহাড়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানস করল ৫ উইকেটে ২৩৪। অথচ ফিফটি পাননি কোন ব্যাটার!
ব্যক্তিগত কারও ফিফটি ছাড়া টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। আগের সেরা ছিল কেন্টের বিপক্ষে সমারসেটের ৫ উইকেটে ২২৬।
মুম্বাই ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা ২৭ বলে ৬ বাউন্ডারি ৩ ছক্কায় করেন ৪৯ রান। এছাড়া ঈশান কিষান ২৩ বলে ৪২, হার্দিক পান্ডিয়া ৩৩ বলে ৩৯, টিম ডেভিড ২১ বলে ৪৫ আর রোমারিও শেফার্ড খেলেন ১০ বলে ৩৯ রানের ইনিংস। তবে ইনজুরি কাটিয়ে ফিরে ০ রানে ফিরেছেন সূর্যকুমার যাদব।
৪ ছক্কা ৩ বাউন্ডারির ইনিংসটিতে শেফার্ডের স্ট্রাইক রেট ৩৯০.০০! অন্তত ১০ বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে এটাই আইপিএলে সর্বোচ্চ। ২০২২ সালে ১৫ বলে ৫৬ রানের ইনিংসের পথে প্যাট কামিন্সের ৩৭৩.৩৩ স্ট্রাইক রেট ছিল আগের সেরা।
এই ম্যাচে বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে দিল্লির বিপক্ষে ১০০০ রানের মাইলফলকে পা রেখেছেন রোহিত শর্মা।
কোহলির রান ১০৩০ আর রোহিতের ১০১৯। জবাবে দিল্লি থামে ৮ উইকেটে ২০৫ রানে, মুম্বাই জয় পায় ২৯ রানে। দিল্লির হয়ে স্টাবস অপরাজিত ছিলেন ২৫ বলে ৭১ রানে। তবে ১০ বলে ৩৯ করে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছিলেন রোমারিও শেফার্ড। ম্যাচ সেরার পুরস্কারটা তাই তার।