Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের পেছনে রোহিতের ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত এখন পাঁচে, চারে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত এখন পাঁচে, চারে বাংলাদেশ।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

টানা দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। ২০২৩-২০২৫ চক্রে ফাইনালে পৌছানোটার পথটা অবশ্য শুরুতেই কঠিন হয়ে পড়েছে রোহিত শর্মার দলের। পয়েন্ট টেবিলে ভারত পিছিয়ে পড়েছে বাংলাদেশের চেয়েও।

৫ টেস্ট খেলে ভারতের জয় ২, হার ২ আর ড্র ১টি। তাতে ৪৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ভারত এখন পাঁচ নম্বরে। বাংলাদেশ ২ টেস্ট খেলে জিতেছে একটি, হেরেছে অপর ম্যাচ। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ভারতের উপরে চার নম্বরে।

এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। ১০ টেস্ট খেলে তাদের পয়েন্ট ৫৫.০০ শতাংশ। বাংলাদেশের সমান ৫০ শতাংশ পয়েন্ট হলেও দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা আর তিনে আছে নিউজিল্যান্ড।

পাকিস্তান ছয়, ওয়েস্ট ইন্ডিজ সাত, ইংল্যান্ড আট আর শ্রীলঙ্কা আছে নয় নম্বরে। বাংলাদেশ চারে থাকলেও অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জ আরও বাড়বে সামনে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত