Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আবারও গোল বাতিল লুকাকুর

341
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বেলজিয়াম ২ : ০ রোমানিয়া

এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে? স্লোভাকিয়ার বিপক্ষে দুটি গোল বাতিল হয়েছিল রোমেলু লুকাকুর। বেলজিয়াম হেরে যায় সেই ম্যাচ। এবার রোমানিয়ার বিপক্ষে আরও একটি গোল বাতিল হল এই স্ট্রাইকারের। সেটা সামান্য ব্যবধানে অফসাইডের জন্য।

এবার অবশ্য গোল বাতিলের মাশুল দিতে হয়নি। বেলজিয়াম দাপটে খেলে ২-০ গোলে হারাল রোমানিয়াকে। একটি করে গোল ইউরি টিয়েলেমান্স ও কেভিন ডি ব্রুইনার।

বেলজিয়ামের জয়ে গ্রুপ ‘ই’ এখন উন্মুক্ত। চার দলেরই পয়েন্ট সমান ৩। শেষ ষোলোতে যাওয়ার সুযোগ আছে সবার সামনে। তবে ম্যাচে আরও বড় ব্যবধানে জয়ের আশা করেছিলেন কোচ টেডেস্কো, ‘‘আমরা ওদের পোস্টে ২০টা শট নিয়েছে। অসংখ্য সুযোগ তৈরি করেছি। তাতে আমি খুশি। ম্যাচটা আরও আগে শেষ করতে পারলে ভালো লাগত।’’

অধিনায়ক হিসেবে কেভিন ডি ব্রুইনা সান্ত্বনা জানালেন লুকাকুকে, ‘‘আমার কাছে লুকাকু ইউরোয় তিন গোল করেছে। সেগুলো বাতিল হলেও গোলই। সামান্য ব্যবধানে অফসাইড বা অন্যের হ্যান্ডবলে গোল না হওয়া-এগুলো বড় কিছু নয়। ও বল জালে পাঠাচ্ছে, এই ছন্দটাই আসল।’’

৭৩ সেকেন্ডে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। রোমেলু লুকাকু এক সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করে কাটব্যাক করেন। বক্সের বাইরে থেকে বুলেট শটে বল জালে জড়ান টিয়েলেমান্স। বিশ্বকাপ বা ইউরোয় এটাই দ্রুততম গোল বেলজিয়ামের।

৬৪ মিনিটে প্রতি-আক্রমণে সতীর্থের থ্রু পাস পেয়ে বক্সের বাইরে থেকে শটে বল  জালে পাঠান লুকাকু। সামান্য ব্যবধানে অফসাইডে থাকায় ভিএআরে বাতিল হয় গোল।

৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান গোলরক্ষক কাস্তেলসের নিজের বক্স থেকে নেওয়া শটে মাঝমাঠ পেরিয়ে পেয়েছিলেন তিনি। ব্রুইনাকে আটকাতে পারেনি রোমানিয়ার রক্ষণ।  বক্সে ঢুকে ডান পায়ের শটে ব্যবধান ২-০ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত