প্রতিমা তৈরির কাজ শেষ, ধীরে ধীরে পুরোপুরি সেজে উঠছেন দুর্গা। শিল্পীরা তাতে দিচ্ছেন শেষ মুহূর্তের তুলির ছোঁয়া। ছবি : সকাল সন্ধ্যাপঞ্জিকা অনুযায়ী ৯ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সুচনা হবে সেদিন। ছবি : সকাল সন্ধ্যাপূজায় নিরাপত্তা নিশ্চিতেও চলছে কাজ। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরে চলছে সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া। ছবি : সকাল সন্ধ্যাপূজায় অংশ নেওয়া সবার নিরাপত্তা নিশ্চিতে তৎপর সেনাবাহিনী। ছবি : সকাল সন্ধ্যাপূজা ঘিরে বসবে মেলার আয়োজনও। এরই মধ্যে শুরু হয়েছে তার প্রস্তুতি। ছবি : সকাল সন্ধ্যাআর দিন কয়েক বাকি। তারপর এসব নাগরদোলা হয়ে উঠবে হাসি-আনন্দে পরিপূর্ণ। ছবি : সকাল সন্ধ্যা খাবারদাবার ছাড়া কি পূজার আনন্দ জমে? সেসবের প্রস্তুতি নিচ্ছেন বিক্রেতারা। ছবি : সকাল সন্ধ্যাশিশুদের জন্য মেলা প্রাঙ্গনে বসানো হচ্ছে ট্রেনও। সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা ছবি : সকাল সন্ধ্যা