Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

রোনালদোর আরেক কীর্তিতে শেষ আটে আল নাসর

UUUUUUUUU
[publishpress_authors_box]

ক্রিস্তিয়ানো রোনালদোর মাঠে নামা যেন রেকর্ডের পাতাগুলোর এলোমেলো হওয়া। সোমবার হল আরও একবার। তার কীর্তিতে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটের শেষ আট নিশ্চিত করেছে আল নাসর।

ইরানের দল এস্তেগলালকে ৩-০ গোলে হারানো ম্যাচে ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন রোনালদো। অপর দুটি গোল জন ডুরানের। বিরতির ঠিক আগে মেহরান আহমাদি লাল কার্ড দেখলে আর ঘুরে দাঁড়াতে পারেনি এস্তেগলাল।

এই ম্যাচে লক্ষ্যভেদ করায় রোনালদোর পেশাদার ক্যারিয়ারে গোল এখন ৯২৭টি। এর ৪৬৩টি রোনালদো করেছেন বয়স ৩০ বছর হওয়ার আগে। আর ৪৬৪টি করলেন বয়স ৩০ ছাড়িয়ে যাওয়ার পর।

 এই বয়সে এত বেশি গোল করার কীর্তি যেমন নেই আর কারও। তেমনি ক্যারিয়ার গোলের অর্ধেকের বেশি ৩০ বছর পেরুনোর পরও করতে পারেননি আর কেউ। এই মৌসুমে ৩২ ম্যাচে ২৭ গোল করে ফেলেছেন ৪০ বছর বয়সী রোনালদো। এভাবে ছুটে চললে ১০০০ ক্যারিয়ার গোলের মাইলফলকে পা রাখার স্বপ্নটা কঠিন হওয়ার কথা নয় তার জন্য।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত