কিলিয়ান এমবাপ্পে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে মানিয়ে নিতে পারছিলেন না শুরুতে। সময় যত গড়িয়েছে ততই রিয়ালের আদর্শ খেলোয়াড় হয়ে উঠেছেন এই ফরাসি তারকা। তার জোড়া গোলে শনিবার লা লিগায় পিছিয়ে পড়েও ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারাল রিয়াল।
এই জয়ে লা লিগায় আপাতত শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। নিজেদের হাতে থাকা দুই ম্যাচ জিতলে আবারও শীর্ষস্থানের মুকুট ফিরে পাবে বার্সা। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো।
Mbappe is nuts 😭😭 pic.twitter.com/bk92iNngR9
— Janty (@CFC_Janty) March 15, 2025
জোড়া গোলে রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ২০০২-০৩ মৌসুমে যোগ দিয়েছিলেন রিয়ালে। প্রথম মৌসুমে ৪৪ ম্যাচে ৩০ গোল করেছিলেন তিনি। এমবাপ্পে ঠিক ৪৪ ম্যাচ খেলেই করলেন ৩১ গোল।
রিয়ালের হয়ে সর্বোচ্চ ৪৫০ গোলের রেকর্ডটা পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদোর। তার রেকর্ড স্পর্শ করার খুব কাছে এখন এমবাপ্পে। প্রথম মৌসুমে (২০০৯-১০) ৩৫ ম্যাচে ৩৩ গোল করেছিলেন রোনাললো। তাকে আদর্শ করে বেড়ে ওঠা এমবাপ্পের প্রথম মৌসুমের গোল ৩১টি। লা লিগায় এখনও বাকি ১০ ম্যাচ। বাকি আছে চ্যাম্পিয়নস লিগ আর কোপা দেল রে’র ম্যাচও। তাই ক্রিস্তিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে যাওয়ার আশা করতে পারেন এমবাপ্পে।
এছাড়া টানা ৬ মৌসুম ক্লাবে ৩০ বা বেশি গোলের কীর্তিও গড়েছেন এমবাপ্পে। গত মৌসুমে পিএসজির হয়ে করেছিলেন ৪৫ গোল, যা গত ৬ বছরে তার সর্বোচ্চ। এবার কি পারবেন পিএসজির রেকর্ডটা পেছনে ফেলতে?
Kylian Mbappé has scored 30+ goals at club level for 6 seasons running. 🇫🇷📈 pic.twitter.com/bbqHyLzuAa
— EuroFoot (@eurofootcom) March 15, 2025
সপ্তম মিনিটে হুয়ান ফয়েথের গোলে এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়াল। আলেক্স বায়েনার কর্নার থেকে আসা বল হুয়ান ফয়থের হাঁটু হয়ে লেগেছিল অহেলিয়া চুয়ামেনির পিঠে। ফিরতি বল কাছ থেকে পেয়ে জালে জড়ান এই আর্জেন্টাইন।
১৭তম মিনিটে সমতা ফেরায় রিয়াল। এমবাপ্পের পাস থেকে নেওয়া ব্রাহিম দিয়াসের শট ফিরিয়েছিলেন গোলরক্ষক। ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি এমবাপ্পে। ২৩তম মিনিটে লুকাস ভাসকেসের কাট-ব্যাক নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর আর গোলের দেখা পায়নি দুই দল।
ভিয়ারিয়াল লা লিগার এই ম্যাচে রিয়ালের পোস্টে ২৩টা শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ১০টি। সেখানে পোস্টে ৯টি শট নিয়ে রিয়াল লক্ষ্যে রাখে ৫টি। জয়ের জন্য যথেষ্ট ছিল সেটাই।