ইউরোপিয়ান ফুটবল ছেড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাতেও ভাটা পড়েনি আয়ে। ২০২৪ সালে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করা ক্রীড়াবিদ তিনিই। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের বড়দিনের আগে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ বছর রোনালদোর আয় ২৬ কোটি মার্কিন ডলার।
২১ কোটি ৮০ লাখ ডলাল আয় করে দুইয়ে আছেন গলফার জন রাম। ইউরোপিয়ান ফুটবল ছাড়লেও লিওনেল মেসি আছেন তিনি। তার আয় ১৩ কোটি ৫০ লাখ ডলার।
এমন বড় আয়ে বড়দিনটাও দারুণ কাটছে রোনালদোর। পরিবার নিয়ে তিনি সময় কাটাচ্ছেন সান্তা ক্লজের দেশ ফিনল্যান্ডের জমাটবাঁধা বরফের শহর ল্যাপল্যান্ডে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন কিছু ছবি ও ভিডিও। তাতে দেখা গেছে, বরফে স্কি বাইক চালানো থেকে শুরু করে হিমশীতল তাপমাত্রায় শক্তিশালী শরীর প্রদর্শন করছেন রোনালদো।
খালি গায়ে বরফশীতল পানিতে নেমে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। এখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে মাইনাস ১৬ ডিগ্রিতে।
সেখানেই কিনা খালিগায়ে একটি ভিডিও পোস্ট করেছেন রোনালদো।তিনি নিয়েছিরেন পানিতে নামার চ্যালেঞ্জ।
ঝুঁকি নিয়ে অবশ্য কোনো খেলায় অংশ নেননি রোনালদো। আল নাসরের সঙ্গে চুক্তি অনুযায়ী, চোটের ঝুঁকি বেশি—এমন কিছুতে রোনালদোকে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে। এজন্য শীতকালীন খেলাতেই মেতে ছিল রোনালদোর পরিবার।
২০২৪ সালে আয়ে শীর্ষ ৫ পুরুষ ক্রীড়াবিদ
ক্রীড়াবিদ | খেলা | আয় (ডলারে) |
ক্রিস্টিয়ানো রোনালদো | ফুটবল | ২৬ কোটি |
জন রাম | গলফ | ২১ কোটি ৮০ লাখ |
লিওনেল মেসি | ফুটবল | ১৩ কোটি ৫০ লাখ |
লেব্রন জেমস | বাস্কেটবল | ১২ কোটি ৮০ লাখ |
কিলিয়ান এমবাপ্পে | ফুটবল | ১১ কোটি |
ক্রীড়া–বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’ জানিয়েছে আরেকটি তথ্য। এ বছর শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদ মিলে আয় করেছেন ২২ কোটি ১৩ লাখ ডলার। একা রোনালদো আয় করেছেন এই ১৫ জনের চেয়ে ৩ কোটি ৮৭ লাখ ডলার বেশি।
২০২৪ সালে আয়ে শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদ
ক্রীড়াবিদ | খেলা | আয় (ডলারে) |
কোকো গফ | টেনিস | ৩ কোটি ৪ লাখ |
আইলিন গু | স্কিইং | ২ কোটি ২১ লাখ |
ইগা শিয়াতেক | টেনিস | ২ কোটি ১৪ লাখ |
ঝেং কিনওয়েন | টেনিস | ২ কোটি ৬ লাখ |
আরিনা সাবালেঙ্কা | টেনিস | ১ কোটি ৭৭ লাখ |
মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ৩ কোটি ৪ লাখ ডলার আয় করেছেন যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় কোকো গফ। ২ কোটি ২১ ডলার আয় নিয়ে দুইয়ে আছে স্কিইংয়ের আইলিন গু।
আয়ে শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদের ৯ জনই টেনিস খেলোয়াড়, ৩ জন গলফার এবং ১ জন করে স্কিইয়ার, জিমন্যাস্ট ও বাস্কেটবল খেলোয়াড়। এই ১৫ জনের আয় গত বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি।