Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

রোনালদো এখনও বাইসাইকেল কিকে গোল করেন!

ronaldo
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বয়স ৩৯, তাতে কি! ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে এটা শুধুই একটি সংখ্যা। ফিটনেস ঠিক রাখতে কঠিন ডায়েট মেনে চলা পর্তুগাল লিজেন্ড তাই এখনও ফিট। কোনও তরুণ ফুটবলারকেও স্কিলে পেছনে ফেলতে পারেন অনায়াসে। তাই এই বয়সেও শূন্যে উল্টে বাইসাইকেল শট নেন এবং তাতে সফলও হন গোল করে।

শুধু এমন শটই নয়। নেশনস লিগের রাতে নিজের নৈপুণ্যে জিতিয়েছেন পর্তুগালকে। পোল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে জয়ের দিনে রেকর্ডের পাতায় আবারও নাম তুলেছেন। একটি পানেনকা শটের পেনাল্টি, একটি শূন্যে ভাসা কিকে জোড়া গোল পেয়েছেন আল নাসের তারকা। পাশাপাশি লিয়াও ও ব্রুনো ফার্নান্দাজের দুটি গোলে অ্যাসিস্টও করেছেন।

এই জয় দিয়ে আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন রোনালদো। পেছনে ফেলেছেন স্পেন তারকা সার্জিও রামোসকে। এছাড়া ৭২ ও ৮৭ মিনিটের গোলে পাঁচবারের বর্ষসেরা তারকার আন্তর্জাতিক গোলসংখ্যার রেকর্ড দাঁড়িয়েছে ১৩৫টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ৯১০টি হয়েছে।

এ জয়ে গ্রুপ এ ওয়ান থেকে এক ম্যাচ হাতে রেখে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলে জিতে একই সাফল্য দেখিয়েছে স্পেন। ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে অঘটন ঘটিয়েছে স্কটল্যান্ড।

বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে উরুগুয়ে। অন্য ম্যাচে পেরু – চিলি গোল শূন্য ড্র করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত