Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

পর্তুগালের ইউরো দলে রোনালদো-পেপে

রোনালদো-৬
[publishpress_authors_box]

ক্রিস্তিয়ানো রোনালদোর কাছে বয়স সংখ্যামাত্র। ৩৯ পেরিয়ে যাওয়া এই ফরোয়ার্ড এখনও গোলের মালা পরাচ্ছেন প্রতিপক্ষদের। দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোকে ছাড়া এখনও পর্তুগাল দল চিন্তা কথা কঠিন। ইউরো চ্যাম্পিয়নশিপের দলে প্রত্যাশিতভাবেই তিনি আছেন। তার চেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে পর্তুগাল স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন পেপে।

এবারের ইউরোর আয়োজক জার্মানি। মঙ্গলবার (২১ মে) এই টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। তার দল ঘোষণার মাধ্যমে রোনালদোর ষষ্ঠ ইউরো খেলা নিশ্চিত হয়ে গেল। ২০০৪ সালে প্রথমবার ইউরোপসেরা টুর্নামেন্টে মাঠে নেমেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আগের পাঁচ আসরের প্রত্যেকটিতে গোল করার কীর্তি গড়েছেন তিনি। মূল পর্বে তার ১৪ গোল। এবারের ইউরো বাছাইয়েও ছিলেন ফর্মের তুঙ্গে। পর্তুগালের মূল পর্ব নিশ্চিতের পথে করেছেন ১০ গোল।

ইউরোপ ছেড়ে রোনালদো পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। নতুন ঠিকানা আল নাসরে গিয়েও তার গোলের বৃষ্টি। সৌদি ক্লাবের জার্সিতে নিজে ৪২ গোল করার পাশাপাশি আরও ১৩ গোলে রেখেছেন ভূমিকা।

দল ঘোষণার পর পর্তুগাল কোচ মার্তিনেস তার এই পরিসংখ্যানেই চোখ রাখলেন, “ক্রিস্তিয়ানো? সবচেয়ে ভালো হয় তার পরিসংখ্যান নিয়ে কথা বললে। সে এমন খেলোয়াড়, যে কিনা তার ক্লাবের ৪১ ম্যাচে ৪২ গোল করেছে। এটাই প্রমাণ করে তার ধারাবাহিকতা ও শারীরিক ক্ষমতা সবসময়ই ফিট।”

অবশ্য মার্তিনেসের দলে সবেচেয়ে বেশি বয়সী ফুটবলার রোনালদো নন। তার চেয়ে ২ বছরের বড় পেপেও আছেন ইউরোর দলে। ৪১ বছর পেরিয়ে গেলেও এই ডিফেন্ডার এখনও রক্ষণে দেয়াল হয়ে দাঁড়িয়ে। পোর্তোর জার্সিতে অসাধারণ মৌসুম পার করেছেন।

প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ খেলোয়াড় ডাক পেয়েছেন মার্তিনেসের দলে। যাদের মধ্যে অন্যতম- রুবেন দিয়াস, ডিয়েগো দালোত, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা ও ডিয়েগো জোতা।

পর্তুগাল স্কোয়াড:

গোলকিপার: ডিয়েগো কোস্তা, জোসে সা, রুই পাত্রিসিও; ডিফেন্ডার: আন্তনিও সিলভা, দানিলো পেরেইরা, ডিয়েগো দালোত, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নেলসন সেমেদো, নুনো মেন্দেস, পেপে, রুবিন দিয়াস; মিডফিল্ডার: ব্রুনো ফের্নান্দেস, জোয়াও নেভেস, জোয়াও পালহিনহা, ওতাভিও মোন্তেইরো, রুবেন নেভেস, ভিতিনিয়া; ফরোয়ার্ড: বের্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো, ডিয়েগো জোতা, ফ্রান্সিস্কো কোনসেইকাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত