Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

স্পেনকে হারিয়ে নেশনস লিগের শিরোপা রোনালদোর পর্তুগালের

পর্তুগালের শিরোপা উদযাপন। ছবি: এক্স
পর্তুগালের শিরোপা উদযাপন। ছবি: এক্স
[publishpress_authors_box]

স্পেনের কোচ হওয়ার পর লুইস দে লা ফুয়েন্তে সব ফাইনাল জিতেছেন। এবারের উয়েফা নেশনস লিগের ফাইনালেও ফেভারিট ধরা হচ্ছিল তাদের। কিন্তু বাজিমাত করল পর্তুগাল। নির্ধারিত সময়ে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানে স্পেনকে আটকে রেখে টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় উতরে গিয়ে দ্বিতীয়বার নেশনস লিগের জয়ের উৎসব করেছে ক্রিস্তিয়ানো রোনালদোরা।

মিউনিখের আলিয়েঞ্জ অ্যারেনার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-২ সমতায়। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও স্কোরলাইন থাকে একই। ফল নিষ্পত্তির জন্য গড়ানো টাইব্রেকারে জয়ী হয় পর্তুগাল। রোনালদোর দল ৫-৩ গোলে স্পেনকে হারিয়ে ২০১৯ সালের পর আবারও নেশনস লিগ জিতেছে।

প্রথম দেশ হিসেবে উয়েফার এই প্রতিযোগিতার দ্বিতীয় শিরোপা জিতল পর্তুগাল। ২০১৯ সালের প্রথম আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিল সেলেকাওরা।

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। সেমিফাইনালের ওই লড়াইয়ে দে লা ফুয়েন্তের দলের পারফরম্যান্স ছিল আগুনে। ফ্রান্সকে যদিও তারা হারিয়েছিল ৫-৪ গোলে, তবে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত স্প্যানিশরা এগিয়ে ছিল ৫-১ গোলে।

মিউনিখের ফাইনালে তাই কিছুটা হলেও স্পেনকে এগিয়ে রাখছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। ফাইনালের পারফরম্যান্সও সেটিরই প্রমাণ দিচ্ছিল। দাপুটে ফুটবলে পর্তুগালকে চাপে রেখে ২১ মিনিটে এগিয়ে যায় স্পেন। গোল করেন মার্তিন জুবেমেন্দি। লামিন ইয়ামালের পাস গোলমুখের সামনে থেকে প্রতিহত হলেও পর্তুগালের রক্ষণভাগ ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। ছোটবক্সের সামনে বল পেয়ে আলতো টোকায় বল জালে জড়ান জুবেমেন্দি।

পর্তুগাল ম্যাচে ফিরতে সময় নেয়নি। মিনিট পাঁচেক পরই চমৎকার গোলে পর্তুগিজদের সমতায় ফেরান ফাইনালের সেরা খেলোয়াড় নুনো মেন্দেস।

স্পেন আবারও এগিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে থাকে। বিরতিতে যাওয়ার আগেই সেই সুযোগ পেয়ে যায়। লা রোজাদের দ্বিতীয়বার লিড এনে দেন মিকেল ওয়ারসাবাল। পেদ্রির চমৎকার পাস নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তিনি।

বিরতি থেকে ঘুরে এসে গোলশোধে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। তাদের উদ্ধারও করেন অধিনায়ক রোনালদো। বয়স ৪০ পেরিয়ে গেলেও তিনি এখনও যেন টগবগে তরুণ। ৬১ মিনিটে সুযোগসন্ধানী শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ যুবরাজ। মেন্দেসের ক্রস স্পেনের এক ডিফেন্ডারের পায়ে লেগে উঠে গেলে গোলমুখের সামনে থেকে গোল করেন রোনালদো।

ওই ২-২ গোলেই বাকি সময় ও অতিরিক্ত সময় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পর্তুগাল ৫ শটের সবক’টি জালে জড়ালেও স্পেন ব্যর্থ হয়। ফলে ৫-৩ গোলের জয়ে শিরোপা উৎসব করে রোনালদোরা।

টাইব্রেকারে প্রথম শট নিয়েছিল পর্তুগাল। তারা একে একে সব শট জালে জড়াতে থাকে। স্পেনও প্রথম তিন শটে গোল পায়। কিন্তু চতুর্থ শট নেওয়া আলভারো মোতারা ব্যর্থ হলে সুযোগ তৈরি হয় পর্তুগালের। পঞ্চম শট নেওয়া রুবেন নেভেস বল লক্ষ্যভেধ করলে জয় নিশ্চিত হয় পর্তুগালের। ট্রফি হাতে উৎসব করে রোনালদোরা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত