ভারি বর্ষণে ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এর ছাদের একটি অংশ ধসে পড়েছে। এতে ছাদের নিচে পার্ক করা গাড়ির এক আরোহী মারা গেছেন।
এছাড়া টার্মিনাল-১ এ পার্ক করা অন্যান্য গাড়ির আরোহীদের মধ্যে ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
বৃহস্পতিবার রাত ১টার দিকের এই ঘটনার পর টার্মিনাল-১ থেকে সব ফ্লাইট উড্ডয়ন সাময়িকভাবে বাতিল করা হয় বলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন।
নয়াদিল্লির এই বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে কেবল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসেসের (ডিএফএস) কর্মকর্তারা শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে জানিয়েছেন, ভারি বর্ষণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এর ছাদের ছাউনি ও সহায়ক থাম ভেঙে পড়ে। এতে ছাদের নিচে পার্ক করা ক্যাবসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
ডিএফএসের কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান চলাকালে এক ব্যক্তিকে মৃত অবস্থায় একটি গাড়ির ভেতর থেকে বের করা হয়। ওই গাড়িটির ওপর লোহার থাম পড়েছিল।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক বিবৃবিতে বলা হয়েছে, ভারি বর্ষণে টার্মিনাল-১ এর ছাদ ধসে পড়ার ঘটনায় আহতদের সব ধরনের জরুরি সহায়তা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
একই সঙ্গে নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে টার্মিনাল-১ থেকে সব ফ্লাইট উড্ডয়ন সাময়িকভাবে স্থগিতের পাশাপাশি চেক-ইন কাউন্টার বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দরে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এক এক্স বার্তায় বলেন, “আমি ব্যক্তিগতভাবে বিমানবন্দরে ছাদ ধসের ঘটনা পর্যবেক্ষণ করছি।”
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানী শহরটিতে ১৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।