Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আন্দোলনের গুঞ্জন : পল্লী বিদ্যুতের সব স্থাপনায় নিরাপত্তা জোরদার

পল্লী
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

সারাদেশে পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করার দাবি আদায়ে সমিতির সদস্যদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম এবং তাদের আন্দোলনের গুঞ্জনের পর পুলিশ মোতায়েনের এই বার্তা এলো।

খুদে বার্তায় বলা হয়েছে, “পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।” তবে হঠাৎ কেন এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সে বিষয়ে কিছু বলা হয়নি ওই বার্তায়।

এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা নাম না প্রকাশ না করে সকাল সন্ধ্যাকে বলেন, “সোশাল মিডিয়ায় আলোচনা চলছে বিভিন্ন দাবি আদায়ে পল্লী বিদ্যুতের কর্মীরা আন্দোলনে নামতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে বাড়তি এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

কী ধরনের বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “পল্লী বিদ্যুতের স্থাপনা ও কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সব শাখায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

আগে এসব স্থাপনার নিরাপত্তায় কোথাও পুলিশ সদস্য মোতায়েন ছিল না, এখন মোতায়েন হচ্ছে।

ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এরপরই বিভিন্ন পক্ষ তাদের দাবি দাওয়া নিয়ে সরকারকে চাপ দিতে শুরু করে। এমন অবস্থার মধ্যেই গত রবিবার সচিবালয় ঘেরাও করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি অংশ। সেদিন রাতে সচিবালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় আনসারদের।

ওই ঘটনার পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এই সরকারের বিরুদ্ধে প্রতিবিপ্লবের ষড়যন্ত্রের কথা বলেন।

তখন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন, “সচিবালয় গতকাল (রোববার) ভয়াবহ পরিস্থিতি হতে পারত, ছাত্ররা সেটি মোকাবিলা করেছে। আনসারের ছদ্মবেশ নিয়ে তারা ষড়যন্ত্র করতে এসেছিল। তাদের দাবি আদায়ের উদ্দেশ্য ছিল না। এসব ষড়যন্ত্রকারীকে ছাত্র-জনতা রুখে দিয়েছে।”

আনসার ও ছাত্রদের সংঘর্ষের রেশ না কাটতেই পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করার দাবিতে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণেও দাবি জানান তারা।

এমন আল্টিমেটামের পর মঙ্গলবার সারাদেশে পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অবশ্য এই খবর প্রকাশের কিছু সময় পর পল্লী বিদ্যুৎ সমিতি এক বিজ্ঞপ্তি দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত