বাংলা গানের কিংবদন্তি রুনা লায়লার ‘যখন থামবে কোলাহল’-দিয়েই নিজের সংগীতযাত্রা শুরু করেছিলেন লুইপা। চ্যানেল আই সেরা কন্ঠের প্রথম পর্বে উপস্থিত হয়ে এ গানটি গেয়েই মন কেড়ে নিয়েছিলেন সবার। সে প্লাটফর্মেই বিচারক হিসেবে পেয়েছিলেন রুনা লায়লাকে। রিয়েলিটি শো ‘সেরা কন্ঠ’-তে বিজয়ীর মুকুট পরেছিলেন লুইপা। কিন্তু পথ চলা যতোই এগিয়েছে তিনি অগ্রজ শিল্পীদের প্রতি শ্রদ্ধার সাক্ষর রেখে গেছেন।
গজল সম্রাজ্ঞী বেগম আখতারের ‘জোছনা করেছে আড়ি’-গানটি কন্ঠে তুলে নিয়েছিলেন লুইপা। গানটি শুনে লুইপার সংগীত দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন স্বয়ং রুনা লায়লা। ডেকে নিয়েছিলেন কাছে। প্রশংসা আর আশীর্বাদের পাশাপাশি উপহার দিয়েছিলেন নিজের সুর করা একটি গান।
“গানটা শোনার পর উনি আমাকে কল করেছিলেন। বলেছিলেন, ‘তোমার কণ্ঠে এ গানটা আমার খুব ভালো লেগেছে। তাই, তোমাকে আমার একটা গিফট দিতে চাই। আমার একটা গান তুমি গাইবে।’ তারপর ওনার বাসায় গেলাম একদিন। উনি নিজে আমার কণ্ঠে গানটা তুলে দিলেন। আমাদের সামনে বসেই গাজী মাজহারুল আনোয়ার স্যার গানটা লিখলেন। রাজা ক্যাশপ গানটার মিউজিক করেছিলেন।”
‘এই দেখা শেষ দেখা’ শিরোনামের সে গানটি প্রকাশিত হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশান থেকে। এটিকে নিজের সংগীতজীবনের অনন্য প্রাপ্তি হিসেবে দেখেন লুইপা। গানটি প্রকাশিত হয়েছিল ২০২০ সালে রুনা লায়লার জন্মদিনে।
পরের জন্মদিনে লুইপা রুনা লায়লার সেই গানটি কাভার করলেন। যেটি দিয়ে তার সংগীতযাত্রা শুরু-‘যখন থামবে কোলাহল’। নিজের ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করে যখন শোনালেন রুনা লায়লাকে তখন অ্গ্রজের ভালোবাসায় সিক্ত হলেন লুইপা। জানালেন, তরুণ প্রজন্মের শিল্পীদের প্রতি রুনা লায়লা কতোটা দায়িত্বশীল।
লুইপা বলেন, “গানটা যখন উনি শুনলেন তারপর আমাকে অনেক প্রশংসা করেছেন, অনেক ভালোবাসা, অনেক আদর দিয়েছেন। উনি এতবড় একজন আর্টিস্ট কিন্তু আমাদের প্রজন্মের শিল্পীদের প্রতি উনি সবসময় খেয়াল রাখেন। পরামর্শ দেন, সাজেস্ট করেন কি করলে ভালো হবে, কোন গানটা করলে ভালো হবে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া।”
অগ্রজ-অনুজের উপহার দেয়া নেয়ার পালাবদলে রুনা লায়লার জন্মদিনে ফের তার একটি গান গাইলেন লুইপা। ১৯৬০ সালে মুক্তিপাওয়া ভারতের মোঘল-এ আযম ছবির কাহিনি অবলম্বনে ১৯৮০ সালে মুক্তি পাওয়া রাজ্জাক-ববিতা অভিনীত ‘আনারকলি’-চলচ্চিত্রে রুনা লায়লার গাওয়া ‘আমার মন বলে তুমি আসবে’ গানটি নতুন করে গাইলেন লুইপা।
“এই গানটা আসলে আমাকে অনেক বেশি আবেগাক্রান্ত করে। আমার ইচ্ছা ছিল ওনার প্লে ব্যাক করা বাংলা সিনেমার একটা গান গাইবার। তাই গাইলাম। এটা এখনো উনি জানেন না। আশা করি প্রকাশের পর ওনার কাছে পৌঁছাতে পারবো গানটা।”-বললেন লুইপা।
রাত আটটায় লুইপার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।
তরুণ প্রজন্মের জনপ্রিয় এ শিল্পী এখন ব্যস্ত রয়েছেন বেশকিছু মৌলিক গান নিয়ে। যেগুলো শিগগিরই প্রকাশিত হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলেই। এ ছাড়া বেশকিছু নাটকেও তিনি সম্প্রতি গান করেছেন বলে জানালেন।