Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

জিতেছেন রুপা-আপসানাও

রুপা হক ও আপসানা বেগম
রুপা হক ও আপসানা বেগম
[publishpress_authors_box]

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির দুই এমপি রুপা হক ও আপসানা বেগম বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে টানা তিনবারের এমপি রুপা হক পেয়েছেন ২২ হাজার ৩৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেমস উইন্ডসর ক্লাইভ পেয়েছেন ৮ হাজার ৩৪ ভোট।

অন্যদিকে পপলার অ্যান্ড লাইম হাউস আসনের প্রার্থী আপসানা বেগম পেয়েছেন ১৮ হাজার ৫৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বিনফেইথ পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট।

এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছেন আপসানা বেগম।

লেবার নেতা রুপা হক ও আপসানা বেগম ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত একই দলের আরও দুই নেতা এবার নির্বাচিত হয়েছেন।

তাদের মধ্যে আছেন এবারের আগে টানা তিনবারের নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিক ও টানা চারবারের এমপি রুশনারা আলী।

এ নিয়ে চারবার এমপি নির্বাচিত হন রুপা হক।

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া টিউলিপ সিদ্দিক ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট।

অর্থাৎ ১৪ হাজার ৯৭০ ভোটের বড় ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে হারিয়েছেন টিউলিপ

এ নিয়ে টানা চতুর্থবার যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন ৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক।

অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লেবার পার্টির নেতা রুশনারা ১ হাজার ৬৮৯ ভোটে পরাজিত করেছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ইমাম, ব্রডকাস্টার ও রাজনীতিক আজমল মাসরুরকে।

নির্বাচনে ৪৯ বছর বয়সী রুশনারা পেয়েছেন ১৫ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে যুক্তরাজ্যের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনে ভোট শুরু হয়। রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে দেশটির ৯৮টি দল অংশ নেয়।

নির্বাচনী প্রচারে আপসানা বেগম।

শুক্রবার নির্বাচনের ফল বলছে, পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লেবার পার্টি। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে ৪১১টিতে জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ১১৯টি আসনে জয়ী হয়েছে।

লেবার পার্টির নিরঙ্কুশ জয়ে যুক্তরাজ্যের ক্ষমতা থেকে বিদায় নিচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। আর এর মধ্য দিয়ে ১৪ বছর পর ক্ষমতায় ফিরছে লেবার পার্টি।

লেবার পার্টিকে সর্বশেষ ২০০৫ সালে ভোট দিয়ে নির্বাচিত করেছিল ব্রিটিশরা। সেবার প্রধানমন্ত্রী হয়েছিলেন দলটির তৎকালীন নেতা টনি ব্লেয়ার।

এরপর ২০১০ থেকে ২০২৪ সালের প্রথম ভাগ পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতাদের হাতেই থাকে যুক্তরাজ্যের ক্ষমতার চাবিকাঠি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত