Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

রাশিয়ার নাগরিকদের সিরিয়া ছাড়তে বলল মস্কো

বিদ্রোহীদের তীব্র হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।
বিদ্রোহীদের তীব্র হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।
[publishpress_authors_box]

সিরিয়ায় অবস্থানরত রাশিয়ার নাগরিকদের দ্রুত দেশটি ছাড়তে বলেছে মস্কো।

একের পর এক হামলা চালিয়ে সিরিয়ার বিদ্রোহীরা দেশটির কয়েকটি শহর দখলে নেওয়ার প্রেক্ষাপটে শুক্রবার দামেস্কে অবস্থিত রুশ দূতাবাস থেকে এই নির্দেশনা আসে বলে জানিয়েছে মস্কো টাইমস।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, “সিরিয়ায় বসবাসরত রাশিয়ার নাগরিকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, তারা কার্যক্রম চলমান থাকা বিমানবন্দরগুলো ব্যবহার করে বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশটি ছাড়তে পারে।”

দূতাবাসটি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে “দুর্বিষহ সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি” বলে বর্ণনা করেছে।

রাশিয়া ও ইরানের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে গত ২৭ নভেম্বর বিদ্রোহী জোট হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) উত্তর সিরিয়ায় অভিযান শুরু করে। এই অভিযানের মাত্র এক সপ্তাহের মধ্যেই বিদ্রোহীরা আলেপ্পো এবং কৌশলগত গুরুত্বসম্পন্ন শহর হামা দখল করে নেয়।

সম্প্রতি বিদ্রোহীরা টেলিগ্রামে হামা শহর দখলের ঘোষণা দিয়ে একে “শহরের পূর্ণ মুক্তি” বলে অভিহিত করে।

শুক্রবার রাতে বিদ্রোহীরা দাবি করে, তারা মধ্যাঞ্চলীয় হোমস শহরের প্রান্তেও পৌঁছে গেছে। এই শহরটি রাজধানী দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সংযোগস্থল।

তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হোমস থেকে সেনা প্রত্যাহার করা হয়নি এবং এ সংক্রান্ত খবর সঠিক নয়।

যুক্তরাজ্যভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বিদ্রোহীরা বর্তমানে হোমস শহরের প্রবেশদ্বারে অবস্থান করছে।

যদি হোমস বিদ্রোহীদের দখলে চলে যায় তাহলে রাজধানী দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এদিকে রাশিয়ার দূতাবাস জানিয়েছে, বিদ্রোহীদের অব্যাহত আক্রমণ সত্ত্বেও সিরিয়ায় তাদের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

তবে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, রাশিয়ার নৌবাহিনী তারতুস বন্দরের ঘাঁটি থেকে তাদের জাহাজ সরিয়ে নিয়েছে।

অবশ্য রাশিয়া বলছে, পূর্ব ভূমধ্যসাগরে একটি মহড়া চালানোর জন্যই তারা তারতুস বন্দরের ঘাঁটি থেকে জাহাজ সরিয়ে নিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ২ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা বেড়ে ১৫ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত