খেলার মাঠে পরিচয়। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়েছে। কবে কখন একজন আরেকজনের পরিপূরক হয়ে গেছেন, বুঝতেই পারেননি। এবার সেই ভালোবাসার পূর্ণতা পেল বিয়েতে।
দীর্ঘদিন ভালোবাসার পর বিয়ে করেছেন এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। শুক্রবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বর সাখাওয়াত হোসেন প্রান্তও একজন ভারোত্তোলক।
দুজন একই সঙ্গে খেলাধুলা করার সুবাদে পরিচয়। মাবিয়া যেমন বাংলাদেশ আনসারের ভারোত্তোলক, প্রান্তও তেমনি বাংলাদেশ আনসারের খেলোয়াড়। শুরুতে ভালোলাগা। এরপর সেটা ভালোবাসায় রূপ নেয়। সবশেষে তাদের ভালোবাসা বিয়েতে গড়িয়েছে। এবং পারিবারিকভাবেই এই বিয়েটা হয়েছে।
বিয়ের পর উচ্ছ্বসিত মাবিয়া বলেন, “এটাকে ঠিক ভালোবাসার সম্পর্ক বলা যাবে না। তবে তাকে আমার ভালো লাগতো। এরপর ২০২৩ সালে তিনি আমার পরিবারের কাছে প্রস্তাব দেন। আমারও মনে হয়েছে ছেলেটা ভালো। আমাকে যত্ন নিতে পারবে। আমাকে ভালো রাখতে পারবে। অবশ্য আরও আগে আমাদের বিয়েটা হতে পারতো। কিন্তু বিভিন্ন গেমসের কারণে সেটা হচ্ছিল না। এখন একটা ফাঁকা সূচি রয়েছে। সেই সুযোগে দুই পরিবারের সম্মতিতে বিয়েটা হলো।”
জাতীয় ক্রীড়া পরিষদের ভারোত্তোলক কোচ শাহরিয়া সুলতানা সূচী বিয়ের অনুষ্ঠান থেকে সকাল সন্ধ্যাকে বলেন, “ওরা দুজনই দীর্ঘদিনের পরিচিত। একই সঙ্গে বাংলাদেশ আনসারের ভারোত্তোলক। আজ বিকেলে আসরের নামাজের পর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছে ওদের।”
মাবিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার উজ্জ্বল হলেও প্রান্তর তেমন সাফল্য নেই। শুধু ঘরোয়া ভারোত্তোলনে সোনা জিতেছেন তিনি। কিন্তু ২০১৬ গুয়াহাটি এসএ গেমসের পর পোখারাতে ২০১৯ সালের গেমসে সোনা জেতেন মাবিয়া। অবশ্য মাবিয়া পোখারাতে সোনা জিতলেও সেবার পুরুষদের ৮৯ কেজি ওজন শ্রেণীতে রুপা জিতেছিলেন প্রান্ত।
দেশের ক্রীড়াঙ্গনে একই খেলায় অংশ নেওয়া দম্পতির উদাহরণ ভুরি ভুরি। শুটিংয়ে যেমন ভালোবেসে ঘর বেঁধেছেন সাবরিনা সুলতানা-সাইফুল আলম চৌধুরী রিঙ্কি, নাজিফা নাতাশা-শাকিল আহমেদ। তেমনি সাঁতারে আছেন মাহফুজা খাতুন শিলা-শাজাহান আলী রনি, সোনিয়া আক্তার-আসিফ রেজা দম্পতি।
ব্যাডমিন্টনে রয়েছেন আবুল হাশেম-কামরুন নাহার ডানা, এনায়েত উল্লাহ খান-এলিনা সুলতানা জুটি। আর্চারিতে রোমান সানা ও দিয়া সিদ্দিকী। উশু খেলোয়াড় জিয়াউল হক-শিখা খাতুনও বিয়ে করে সংসার করছেন এক সঙ্গে। সেই তালিকায় এবার যোগ হলেন মাবিয়া-প্রান্ত জুটি।