Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ঢাকা থেকে ২০ বছরের বেশি পুরনো বাস তুলে দিতে চান সাবের

বাস
ঈদ এলে কেবল পোশাকেই নয়, নতুন রঙ লাগে দূরপাল্লার বাসগুলোতে। মহাখালী বাস টার্মিনালের কাছে ঈদযাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে বাসটি। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

বায়ু দূষণ রোধে ঢাকায় চলাচলকারী ২০ বছরের বেশি পুরনো বাস তুলে দিতে চাইছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেছেন, বায়ুদূষণ রোধে ঢাকা শহরে চলাচলকারী ২০ বছরের বেশি বয়সের বাস প্রত্যাহার করতে হবে। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে আগামী ৮ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত তালিকা পাঠাতে বলেছেন তিনি।

রবিবার বায়ুদূষণ নিয়ন্ত্রণে গণপরিবহনের কালো ধোঁয়া এবং খোলাস্থানে নির্মাণ সামগ্রী না রাখা এবং বায়োম্যাস বর্জ্য পোড়ানো বন্ধ বিষয়ক এক সভায় একথা বলেন সাবের।

তিনি বলেন, “পরিবহন মালিক সমিতি ২০ এপ্রিলের মধ্যে ২০ বছরের অধিক বয়সী বাস প্রত্যাহারের পরিকল্পনা দেবে। জাতীয় স্বার্থে এ বিষয়ে কোনও আপস করা হবে না।”

পুরাতন যানবাহন পুরোপুরি নিয়ম মেনে স্ক্র‍্যাপ করার ওপর জোর দিয়ে সাবের বলেন, রাজউকের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট শর্ত মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নির্মাণ কার্যক্রমের অনুমতি বাতিল করতে হবে।

সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণের বরাদ্দ দূষণ নিয়ন্ত্রণ কাজেই যেন ব্যয় হয়, তার ওপর জোর দেন পরিবেশমন্ত্রী।

সালফারসহ ডিজেল আমদানি বন্ধ করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে আহ্বান জানিয়ে তিনি বলেন, খোলাভাবে যেন বর্জ্য পোড়ানো না হয় সেজন্য সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রাজউক, সিটি কর্পোরেশন, পুলিশ বিভাগ নির্মাণকালে নির্মাণ সামগ্রী ঢেকে রাখার বিষয়টি নিশ্চিত করবে।

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত