Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ইউরোপ ডাকছে সাবিনা-ঋতুকে

সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা।
সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

দশরথ রঙ্গশালায় বসে নারী সাফে বাংলাদেশের মেয়েদের প্রতিটি ম্যাচ দেখেছেন ভারতের নারী ফুটবল লিগের দল কিকস্টার্ট ক্লাবের চেয়ারম্যান শেখর রাজন।

ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর ওই রাতেই ঋতুপর্ণা চাকমাকে দলে নেওয়ার জন্য চুক্তি সই করতে চেয়েছিল কিকস্টার্ট ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু অধিনায়ক সাবিনা খাতুন বলেছিলেন, সই করার আগে ঋতুপর্ণাকে সময় নিতে বলেছিলেন।

নারীদের সাফে টানা দ্বিতীয় সাফল্যের পর ভারতের পাশাপাশি ইউরোপিয়ান ক্লাব থেকেও খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা। এই উইঙ্গারের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনকেও নিতে চায় নর্থ মেসিডোনিয়ান উইমেন্স লিগে খেলা ব্রেরা টিভেরিজা।

রাজধানীর একটি খাবারের দোকানে ঋতুপর্ণা চাকমা। রবিবারের ছবি।

সাবিনা খাতুন বলেন, “শুরুতে ঋতুকে প্রস্তাব দেয় কিকস্টার্ট। আমি তখন বলেছিলাম, প্রস্তাবটা আমরা ভেবে পরে ক্লাবকে জানাব। এরপর নর্থ মেসিডোনিয়ান ক্লাবের পক্ষ থেকে আমি ও ঋতু প্রস্তাব পেয়েছি। যদিও এখনও চূড়ান্ত কিছু হয়নি।”

বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে দেশের বাইরে খেলেছেন সাবিনা। খেলেছেন মালদ্বীপের ক্লাবে। এরপর ভারতের সেথু এফসি ও কিকস্টার্টে খেলেছেন। গত আগস্টে সাবিনার সঙ্গে মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলেছেন এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগে। এছাড়া সানজিদা আক্তার খেলেছেন ভারতের আরেক ক্লাব ইস্ট বেঙ্গলে।

ব্রেরা টিভেরিজায় বর্তমানে দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা হলেন ব্রাজিলের গোয়া টেচুরি হারুমি ও যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কোপলে জেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত