ভারতের ভিসা পাওয়া নিয়ে বেশ সংশয়ে ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অবশেষে রবিবার ভারতের ভিসা পেয়েছেন তিনি। আজ (সোমবার) দুপুরের বিমানে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা এই ফরোয়ার্ডের।
দ্বিতীয়বারের মতো ভারতীয় লিগে খেলতে যাচ্ছেন সাবিনা। এবার তিনি খেলবেন কর্ণাটকের ক্লাব কিকস্টার্ট এফসিতে।
ভারতের লিগে খেলাটা নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত সাবিনা সকাল সন্ধ্যাকে বলেন, “ আলহামদুল্লিলাহ, ভিসা পেয়েছি। আশা করি সেখানে গিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করব। নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব।” সাবিনার সঙ্গে তিন মাসের চুক্তি করেছে কিকস্টার্ট ক্লাব।
গত ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভারতীয় নারী ফুটবল লিগের খেলা। এরই মধ্যে ৪টি ম্যাচ শেষ হয়েছে কিকস্টার্ট ক্লাবের। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে সাবিনার ক্লাব। সব কিছু ঠিক থাকলে সাবিনা ১৭ জানুয়ারি লিগে পরের ম্যাচটি খেলবেন। এই ম্যাচটি হবে গোয়ায়। প্রতিপক্ষ সাবিনার সাবেক ক্লাব সেথু এফসি।
২০১৮ সালে প্রথমবারের মতো ভারতের ফুটবল লিগে খেলেছিলেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা। সেবার ৭ ম্যাচে গোল করেন ৬টি।